বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে নজরবন্দির নির্দেশ, মনে করলেই খেলা যায়: অনুব্রত

0
534

বঙ্গদেশ ডেস্ক:অষ্টম দফার নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে নজরবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ অনুব্রত মন্ডল। এমনকি কমিশনের এই সিদ্ধান্তের বিপরীতে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূলের এই দাপুটে নেতা। আগামী মঙ্গলবার দিন বিকাল সাড়ে পাঁচটা থেকে ৩০ এপ্রিল ভোর সাতটা পর্যন্ত অনুব্রত মন্ডলকে নজরবন্দি রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

তবে কমিশনের এই নির্দেশকে রীতিমতো তাচ্ছিল্য করে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বলেন, আমাকে বাড়িতে তো আর বন্দি করেনি। যেখানে যাবো সেখানে জনা কয়েক কেন্দ্রীয় বাহিনী আর ম্যাজিস্ট্রেট থাকবে, এটাই তো। আগেও করেছে, এবারও করছে। পার্টি অফিসে গেলে আমার সাথে যাবে। খেলা কি আর এভাবে আটকে থাকবে? চারজন মিলেও তো ঘরের মধ্যে খেলা যায়। মনে করলেই খেলা যায়। ” 

অনুব্রত মন্ডল প্রকারান্তরে এটাই বুঝিয়ে দিলেন যে কমিশনের নজরবন্দির নির্দেশ তার কিছুই করতে পারবে না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কমিশনের এই নির্দেশের প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে, ” এই নজরবন্দি তো নতুন কিছু নয়, অতীতেও নজরবন্দি হয়েছেন৷ দিদির গুণধর ভাই নজরবন্দি না থাকলে প্রশাসন ভালোভাবে কাজ করতে পারবে না। দিদি নিজেও জানেন তার ভাই কেমন গুণধর।”