করোনা বিধি মেনে চলতে বলায় ইমামকে মারধর হিমাচল প্রদেশের মসজিদে

0
793

বঙ্গদেশ ডেস্ক:- মসজিদে নামাজ পড়তে আসা সকলকে করোনা গাইডলাইন অনুযায়ী মাস্ক ব্যবহার ও স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ববিধি‌ মেনে চলার কথা বলা হয়েছিল। কিন্তু তাতেই ঘটে গেল বিপত্তি। সেই সময়‌ মসজিদে উপস্থিত ধার্মিক মুসলিম জনতার দল ওই ইমামের ওপর চড়াও হয়। তাকে বেধরক মারধর শুরু করে।গত শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের পায়নতা শহরের দেবী নগরে।ওই ইমাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র মারফত জানা গিয়েছে, ওই ইমামের নাম আব্দুল আলীম। সে ওখানকার মদিনা মসজিদে বিগত পাঁচ বছর ধরে কাজ করছে। ওই দিন সন্ধ্যায় মসজিদে তিনি দেখেন প্রায় ৩০ জনের জমায়েত হয়েছে। অনেকেই মাস্কবিহীন অবস্থায় গা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে তিনি কোভিড বিধির কথা মনে করিয়ে দেন।

তিনি সকলকে বলেন, সরকার নিয়ম করে দিয়েছে পাঁচ জনের বেশি নামাজ পড়তে পারবেন না। একথা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে গিয়ে ক্ষিপ্ত মুসলিম জনতা ইমামকে ধরে মারধর করে বলে অভিযোগ। তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।