মহরমের শোভাযাত্রার আর্জি খারিজ করল সর্বোচ্চ আদালত

0
584

বঙ্গদেশ ডেস্ক: ‘মহরমের শোভাযাত্রার অনুমতি দেওয়া হোক’ এমনই আর্জি জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা। এদিন বৃহস্পতিবার এই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

এদিন প্রধান বিচারপতি এস বোবদের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ রায়দানের সময়ে জানায়, ‘ সারাদেশের জন্য একটি সাধারণ নির্দেশ দিলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এইধরণের রায়ের ফলে গোটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে সমস্যায় পড়তে হতে পারে৷ এরপরে করোনা সংক্রমণ ছড়ালে ওই নির্দিষ্ট সম্প্রদায়কে দায়ী করা হবে। সুপ্রিম কোর্ট সেটা চায়না।’

নিজের পিটিশনে আবেদনকারী সইদ কালবে জাভেদ লিখেছিলেন যে জৈন ধর্মীয় অনুষ্ঠানের শেষ দু’দিন প্রার্থনার জন্য মুম্বাইয়ের তিনটি মন্দির খোলার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার জন্যও ছাড় দেওয়া হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, ‘জৈন ধর্ম ও পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা একটি নির্দিষ্ট অঞ্চলে হওয়ায় ঝুঁকির মাত্রা মুল্যায়ন করা গেছিল। যদি এক্ষেত্রেও একটি নির্দিষ্ট জায়গার জন্য আর্জি জানানো হত তবে বিবেচনা করে দেখা হত। সারাদেশে এই অনুমতি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।’