করোনায় বন্ধ অমরনাথ যাত্রা, আরতি দেখা যাবে অনলাইনে

0
823

বঙ্গদেশ ডেস্ক: করোনা অতিমারির জেরে এই বছর বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা৷ তবে অমরনাথে পুজোর দর্শন থেকে বঞ্চিত হচ্ছেন না ভক্তরা৷ তাঁদের জন্য অমরনাথ মন্দিরের আরতি অনলাইনেই দেখার ব্যবস্থা করা হচ্ছে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফ থেকে৷

জম্মু ও কাশ্মীরের রাজভবনের তরফে এই নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়৷ সেই বিবৃতিতেই করোনা অতিমারির জেরে অমরনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷

করোনা পরিস্থিতির জেরে গত কয়েকমাসে দেশের অনেক কিছুই বদলে গিয়েছে৷ স্কুলের পড়াশোনা থেকে সরকারি-বেসরকারি অফিসের বৈঠক, সবই অনলাইনে চলছে৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভিডিও বৈঠকের মাধ্যমে দেশের কাজ চালিয়ে যাচ্ছেন৷

তার সঙ্গে সাজুয্য রেখেই অমরনাথ মন্দিরের আরতি অনলাইনে দেখার ব্যবস্থা করতে চলেছে প্রশাসন৷ ভক্তদের কথা ভেবেই যে এই সিদ্ধান্ত, তা ওই বিবৃতিতে জানানো হয়েছে৷

প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত অমরনাথ মন্দিরে আরতি হয়৷ ওই সময়ে অনলাইনে আরতি লাইভ দেখা যাবে এই বছর৷