মুক্তিযুদ্ধের সমর্থনে মোদীর সত্যাগ্রহকে উপহাস ওয়াইসীর

0
568

বঙ্গদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন হায়দরাবাদের সাংসদ আসাদ‌উদ্দিন ওয়াইসী। নাম না করে তিনি সটান খোঁচা দিয়েছেন সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে। সেই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে মোদীর সত্যাগ্রহকে নিয়েও কটাক্ষ করেছেন আসাদ‌উদ্দিন ওয়াইসী।

রাজ্যে প্রথম দফার নির্বাচন নিয়ে যখন রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির ব্যস্ততা তুঙ্গে তখনই বাংলার মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক সভা করলেন আসাদ‌উদ্দিন ওয়াইসী। এআইএমআইএম বা মীম প্রধান শনিবার সভা করেছেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায়। সেই জনসভা থেকেই একযোগে মোদী-মমতাকে আক্রমণ করে বসেছেন হায়দরাবাদের সাংসদ।

বাংলাদেশ সফরে গিয়ে নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন যে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে হওয়া সত্যাগ্রহে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই কারণে তাঁকে গ্রেফতার‌ও করা হয়েছিল। এই বিষয় নিয়ে বিজেপি বিরোধী দলগুলি একের পর এক আক্রমণ করতে শুরু করেছে। ওই সত্যাগ্রহ এবং গ্রেফতারি মিথ্যা বলেও দাবি করেছে অনেকেই।

ওই একই বিষয়কে নিয়ে নরেন্দ্র মোদীকে বাজে ভাবে আক্রমণ করেছেন আসাদ‌উদ্দিন ওয়াইসী। তিনি বলেছেন, “যদি আপনি বাংলাদেশের জন্য সত্যাগ্রহ করে থাকেন তাহলে মুর্শিদাবাদের বাসিন্দাদের বাংলাদেশী কেন বলছেন?” একই সঙ্গে তিনি এ প্রশ্ন‌ও তুলেছেন, “কেন আমাদের এভাবে হেনস্থা করছেন?” এখানে আমাদের বলতে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষদের উল্লেখ করেছেন।

এদিন মুর্শদাবাদের সাগরদিঘির এসএন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় মীমের জনসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাদ‌উদ্দিন ওয়াইসী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই তিনি বিজেপিকে আক্রমণ করেন। সেই সঙ্গে তিনি এ দাবি‌ও করেছেন যে পূর্বতন বাম জমানা এবং তার আগে কংগ্রেস জমানাতেও মুসলিমদের উন্নয়ন নিয়ে বিশেষ কোনও গুরুত্ব দেওয়া হয়নি।

আসাদ‌উদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন যে তৃণমূল জমানায় উন্নতি অপেক্ষা অবনতিই বেশি হয়েছে মুসলিমদের। সরকারি পরিসংখ্যান তুলে তিনি অভিযোগ করেছেন যে মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা স্কুলে ভালোভাবে লেখাপড়া করতে পারছে না বাংলায়। মোট স্কুলছুটের ১৫ শতাংশই মুসলিম সম্প্রদায়ের। সেই সঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রেও মুসলিমদের যথাযথ নিয়োগ করা হচ্ছে না বলে দাবি করেছেন আসাদ‌উদ্দিন ওয়াইসী।