লড়াই শেষ! প্রয়াত হলেন নিমতার সেই বিজেপি কর্মীর ৮৫ বছরের বৃদ্ধা মা

0
967

বঙ্গদেশ ডেস্ক:- ছেলে বিজেপি কর্মী হ‌ওয়ার অপরাধে আক্রান্ত হয়েছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধা শুভা মজুমদার। প্রায় একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন তিনি, অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ২৭ ফেব্রুয়ারি আক্রান্ত হয়েছিলেন শোভা রানী মজুমদার। এরপর হাসপাতালে ভর্তি করানো হয় ওনাকে, চারদিন আগে হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। আজ ভোর রাতেই তিনি ইহলোক ত্যাগ করলেন।


অভিযোগ, শোভা মজুমদারের ছেলে গোপাল মজুমদার বিজেপি কর্মী বলে তাঁদের বাড়িতে ঢুকে মারধর চালায় তৃণমূল আশ্রিত গুণ্ডারা। বন্দুকের বাট দিয়ে একের পর এক আঘাত করা হয় শোভাদেবীকেও। আক্রান্ত বৃদ্ধা নিজেই বলেছেন যে, তৃণমূলের গুণ্ডারা বাড়িতে ঢুকে তাঁদের উপর অমানবিক অত্যাচার চালিয়েছিল। এরপর ওনাকে বেধড়ক মারধরও করা হয়।

৮৫ বছরের বৃদ্ধাকে বাড়িতে ঢুকে মারধর করার খবর সংবাদমাধ্যমে উঠে আসতেই গোটা দেশ স্তম্ভিত হয়ে পড়েছিল। আক্রান্ত বৃদ্ধার ছবি ভাইরাল হয় নেট মাধ্যমে। চারিদিকে উঠেছিল ব্যাপক নিন্দার ঝড়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দল এই ঘটনায় তাদের মদত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা সাফ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। এতে তাদের কোন‌ও হাত নেই।

নিমতায় শোভা মজুমদারকে মারধর করার ঘটনায় ব্যারাকপুর সিটি পুলিশ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। অভিযুক্তরা সবাই আদালতে আত্মসমর্পণও করেছিল। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করা হয়েছিল। কিন্তু অভিযুক্তরা শাস্তি পাওয়ার আগেই প্রয়াত হলেন শোভাদেবী।

আজ এই কঠিন সময়ে বৃদ্ধা শোভা মজুমদারের বাড়িতে পৌঁছান উত্তর দমদমের বিজেপি প্রার্থী ডঃ অর্চনা মজুমদার। বৃদ্ধার ছেলে গোপালবাবুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।