হিন্দু নাবালিকার শ্লীলতাহানি, চার্জশিট দিতে কালক্ষেপণ, অভিযুক্ত মুসলিম আনিসুরের জামিন

0
650

বঙ্গদেশ ডেস্ক: কালিয়াগঞ্জে বৃদ্ধ মুসলিম আনিসুর রহমান কর্তৃক হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কালিয়াচক। স্থানীয় হিন্দুদের মধ্যে ব্যপক ক্ষোভ বিরাজ করছে৷ অন্যদিকে চার্জশিট দিতে দীর্ঘ কালক্ষেপণ করায় হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি করা মুসলিম বৃদ্ধ আনিসুর রহমান জামিনে মুক্ত হয়ে গিয়েছে। ফলে স্থানীয় বিক্ষুব্ধ হিন্দুরা থানা ঘেরাও করে বিক্ষোভ করে তাদের ক্ষোভ উগরে দিয়েছে। 

রাজবংশী সম্প্রদায়ের ওই হিন্দু নাবালিকা ঘটনার শিকার হয় গত ৬ ডিসেম্বর তারিখে। ঘটনার দিন ওই হিন্দু নাবালিকা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রওনা হয়। পথিমধ্যে একটি নির্জন স্থানে বৃদ্ধ মুসলিম আনিসুর রহমান হিন্দু নাবালিকাকে ধরে তার শ্লীলতাহানি করে। এরপর ভুক্তভোগী হিন্দু নাবালিকা তার বাড়িতে ফিরে তার পরিবারকে সম্পূর্ণ ব্যাপারটি সম্পর্কে অবহিত করে। বৃদ্ধ মুসলিম আনিসুর রহমান বিষয়টিকে সালিসি সভার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এরপর ভুক্তভোগী মেয়েটি অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। 

ভুক্তভোগী হিন্দু নাবালিকার পরিবার পুলিশকে বিষয়টি নিয়ে অবহিত করে এবং অভিযোগ দায়ের করে। কিন্তু চার্জশিট দিতে দেরি করায় জামিনে ছাড়া পেয়ে যায় বৃদ্ধ মুসলিম আনিসুর রহমান। ফলে রাজবংশী গাভুর সংঘ স্থানীয় হিন্দুদের সাথে নিয়ে ৫ দফা দাবী নিয়ে  থানা ঘেরাও করে এবং বিক্ষোভ প্রদর্শন করে । এই বিষয়ে তারা থানায় একটি স্মারকলিপিও জমা করেছে। এছাড়াও আনিসুরকে গ্রেফতার না করা হলে আবারও থানা ঘেরাও করার হুঁশিয়ারী দিয়েছে স্থানীয় হিন্দুরা।