বলিদানি জওয়ানদের ‘বেতনভুক কর্মচারী’ বলে অপমান করে গ্রেফতার আসামের বুদ্ধিজীবী লেখিকা

0
777

বঙ্গদেশ ডেস্ক:- ছত্রিশগড়ে নকশালীদের সঙ্গে সংঘর্ষে দেশের ২২ জন বীর জওয়ান মারা গিয়েছেন। যার ফলে পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় পুরো দেশবাসী ব্যাথিত হলেও বামপন্থী ও বুদ্ধিজীবীদের উপর কোনো প্রভাব নেই। উপরন্তু কিছু কিছু বুদ্ধিজীবী এমন সব প্রতিক্রিয়া দিয়ে চলেছে তাতে দেশের প্রতি তাদের ঘৃণা স্পষ্ট প্রকাশ পাচ্ছে।

২২ জওয়ান হুতাত্মা প্রাপ্ত হওয়ার পর আসামের এক বুদ্ধিজীবী লেখিকাকে তার ফেসবুক পোস্টের জন্য গ্রেফতার করা হয়েছে। ৪৮ বছর বর্ষীয় আসামের লেখিকা শিখা শর্মাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। গুয়াহাটি পুলিশ শিখা শর্মাকে দেশদ্রোহিতার অপরাধে গ্রেফতার করেছে।
https://m.facebook.com/story.php?story_fbid=1558387944351399&id=100005406248583

গুয়াহাটি পুলিশ কমিশনার মুন্না প্রসাদ গুপ্তা এ প্রসঙ্গে বলেছেন, শিখা শর্মার উপর IPC ধারা ১২৪-এ সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিখা শর্মা ফেসবুকে লিখেছিলেন, “বেতনভুক্ত কর্মচারী যারা ডিউটির সময় মারা গেছে তাদের শহীদ বলা যাবে না। তাহলে এই যুক্তিতে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মচারীর যদি কারেন্ট লেগে মৃত্যু হয় তাহলে সেও শহীদ। মিডিয়া মানুষের আবেগকে এসবের সাথে যুক্ত করা বন্ধ করুক।”

অসমের এই লেখিকার পোস্টের উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় লোকজন ব্যাপক ক্ষোভ প্ৰকাশ করেছেন। সোমবার গুয়াহাটি হাইকোর্টের দুজন উকিল উনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গুয়াহাটি হাইকোর্টের এই দুজন উকিল বলেছেন, এই ধরণের মন্তব্য দেশের সৈনিকদের বলিদানকে ছোট করে দেখানোর চেষ্টা করে এবং এটা দেশের ভাবনার উপর সরাসরি আক্রমণ।