প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারতঃ গত ৫ বছরে রপ্তানি হয়েছে ৩৪,০০০ কোটি টাকার সরঞ্জাম

0
719

বঙ্গদেশ ডেস্ক – লোকসভার অধিবেশনে ভারত সরকার জানিয়েছে গত পাঁচ বছরে ভারত ৩৪,০০০ কোটি টাকার সামরিক জিনিসপত্র ও হার্ডওয়্যার রপ্তানি করেছে, পিটিআই তাদের রিপোর্টে এই কথা উল্লেখ করে। সাম্প্রতিক কালে পণ্য সরবরাহের ক্ষেত্রে বেসরকারী সেক্টরে ও প্রতিরক্ষার পাবলিক সেক্টরে যে তাৎপর্যপূর্ণ বৃদ্ধি হয়েছে, সেই সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক।

২০১৫-১৬ সালে মোট ২০৯৯.১৮ কোটি টাকার সরঞ্জাম ও হার্ডওয়্যার রপ্তানি করা হয়েছিল; দুঃখের বিষয় পরের অর্থবছরে তা আরও কমে ১৫১২.৯১ কোটি টাকায় দাঁড়ায়। তবে দেশ থেকে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ সালে যথাক্রমে ৪৬৮২.৩৬ কোটি এবং ১০৭৪৫.৭৭ কোটি টাকার রেকর্ড রপ্তানি করা হয়। এটি একটু কমে ৯১১৫.৫৫ কোটি টাকায় দাঁড়ায় ২০১৯-২০ সালে। চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৬২৮৮.২৬ কোটি টাকার রপ্তানি হয়েছে, যা আগামীতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আরও জানান রপ্তানির জন্য নাইট ভিশন মনোকুলার এবং বাইনোকুলার, হালকা ওজনের টর্পেডো, ফায়ার কন্ট্রোল সিস্টেম, আর্মার্ড সাঁজোয়া সুরক্ষা যানবাহন, উপকূলীয় অঞ্চলে নজরদারির উপযোগী র‍্যাডার, শত্রুর অস্ত্রের সন্ধানে সক্ষম এমন র‍্যাডার, টর্পেডো লোডিং মেকানিজম এবং অন্যান্য অত্যন্ত উপযোগী সরঞ্জামগুলিকে অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা ক্ষেত্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই বিনিয়োগ আকৃষ্ট করার জন্য অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়। “২০১৪ সালের পর প্রতিরক্ষা ও এয়ারোস্পেসের ক্ষেত্রে ২৮৭১ কোটিরও বেশি টাকার এফডিআই আসার (ইনফ্লো) খবর পাওয়া গেছে”, শ্রী নায়েক এমনই জানিয়েছেন বলে স্বরাজ্য তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

উত্তর গোয়ার সাংসদ বিশদে জানিয়েছিলেন যে ২০০৪ সাল থেকে এখনও অবধি ১২৪ টি মেইন ব্যাটেল ট্যাঙ্ক (এমবিটি) অর্জুন মার্ক -১ ভারতীয় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও ইতিমধ্যেই অর্জুন মার্ক -১ এর ট্যাঙ্কগুলিকে আপগ্রেডেশন করেছে। “এই আপগ্রেড হওয়া এমবিটি অর্জুন মার্ক – ১ এ ট্যাঙ্কগুলি ২০১৮ সালের ডিসেম্বরে ট্রায়ালে উত্তীর্ণ হয়েছে,” নায়েক জানিয়েছিলেন।

মন্ত্রী মহোদয় জানান গত তিন বছরে সম্পন্ন হওয়া ১৯১ টি প্রতিরক্ষা চুক্তির মধ্যে ১১৮ টি চুক্তিই দেশীয় সংস্থার সাথে করা হয়েছিল।