সুশান্তর অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্ত

0
436

বঙ্গদেশ ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত ভার আনুষ্ঠানিক ভাবে বুধবার গ্রহণ করল সিবিআই৷ এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছে৷ পটনা পুলিশের তদন্তকারী শীঘ্রই মুম্বই থেকে ফিরে আসবেন বলে বিহার পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে৷

এদিন সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে শুনানি হয়৷ সেই শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে বিহার সরকারের আবেদনে গ্রহণ করে কেন্দ্র সিবিআইকে দিয়েই এই মামলার তদন্ত করাতে চায়৷ তার পরই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় সিবিআই তদন্তের কথা৷

বিহারের শাসক জোটের প্রধান শরিক জেডিইউ কেন্দ্রের সিদ্ধান্তের প্রশংসা করেছেন৷ এদিকে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা স্যালিয়ানের অস্বাভাবিক মৃত্যু নিয়েও একটি জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়৷ ওই ঘটনাতেও আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে৷

সুশান্ত ও দিশার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা একে অপরের সঙ্গে সংযুক্ত বলেই আবেদনে দাবি করা হয়েছে৷ সুশান্ত সিং রাজপুতের দেহ গত ১৪ জুন মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়৷ সেই ঘটনার পর কেটে গিয়েছে৷ দেড় মাসের বেশি সময়৷ কিন্তু মুম্বই পুলিশ তদন্তে গাফিলতি করছে বারবার অভিযোগ উঠেছে৷

বিহার পুলিশের কাছে সুশান্তর বাবা অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে গতি এসেছে বলেও একাধিক মহল থেকে দাবি করা হয়েছে৷ এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে প্রশ্নের মুখে পড়েছে মুম্বই পুলিশের ভূমিকা৷ শীর্ষ আদালত তিনদিনের মধ্যে তদন্তের সমস্ত রিপোর্ট জমা দিতে বলেছে মুম্বই পুলিশকে৷

আগামী সপ্তাহে আবার এই মামলার শুনানি করবে সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে বিহার পুলিশের এক আধিকারিক মুম্বইয়ে কোয়ারেন্টাইন করে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট৷ আদালতের মতে এটা মোটেও ভালো লক্ষণ নয়৷