পশ্চিমবঙ্গে দাদা সাহেব ফালকে পুরস্কারের ন্যায় চালু হতে চলেছে সত্যজিৎ রায় পুরস্কার- প্রকাশ জাভড়েকর

0
624

বঙ্গদেশ ডেস্ক: কেন্দ্রীয় ও তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সম্প্রতি পশ্চিমবঙ্গের শিল্পীদের জন্য এক নতুন সুখবর দিলেন। ভারতে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড শিল্পীদের কাছে অত্যন্ত সম্মানের। এবার তারই আলোকে পশ্চিমবঙ্গের শিল্পীদের জন্য “সত্যজিৎ রায় পুরস্কার” চালু করার ঘোষণা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই বিষয়ে গত পরশু টলিউডের শীর্ষ ও বিশিষ্ট শিল্পীদের নিয়ে একটি বৈঠকও করেছেন তিনি। বৈঠকের পরেই এই ঘোষণা দেন কেন্দ্রীয় মন্ত্রী। 

বাবুল সুপ্রিয়, গৌতম ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, ফিরদৌসাল হাসান, রানা সরকার, তনুশ্রী চক্রবর্তী, মমতা শংকর প্রভৃতি শিল্পীরা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সাথে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকের পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করতে এবং ভারতের বুকে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির ন্যায় তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সম্প্রতি ভোটের হাওয়া লেগেছে খোদ টলিউডেও। দলবদলে বাদ যায়নি টলিউডের তারকারাও। টলিউডে নিজেদের দখল জমাতেই বিজেপির এই উদ্যোগ বলে অভিযোগ করেছে বিজেপি বিরোধী শিবির। তবে এই নিয়ে যে বিজেপি মোটেও ভাবছে না তা দেখা গেলো কেন্দ্রীয় মন্ত্রীর সাথে টলিউড তারকাদের বৈঠকে। টলিউডের মতো রিজিওনাল ইন্ডাস্ট্রিকে কিভাবে জাতীয় স্তরে আরও তুলে ধরা যায় এবং কিভাবে নিজস্ব স্থান বানাতে পারে, সেই বিষয়েও শিল্পীদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। “সত্যজিৎ রায় পুরস্কার” চালু করার ঘোষণায় উচ্ছ্বসিত টলিউডের শিল্পীরা।