গুজরাট রাজ্যসভায় বড় জয় বিজেপির, আহমেদ প্যাটেলের সিটটিও হারালো কংগ্রেস

0
744

বঙ্গদেশ ডেস্ক – রাজনীতিতে হারজিতের লড়াইটা লেগেই থাকে কিন্তু গুজরাটে রাজ্যসভার দুটি সিটে এবার ছিল ‘প্রেস্টিজ ফাইট’। সোমবার ২২ শে ফেব্রুয়ারি, গুজরাটের রাজ্যসভা উপনির্বাচনে দুটি আসনেই জয়লাভ করেছে বিজেপি; উক্ত পদস্থ সদস্যদের মৃত্যুর পর যেগুলি শূন্য হয়েছিল।

আসনগুলি এর আগে সিনিয়র কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল এবং বিজেপি নেতা অভয় গণপাত্র ভারদ্বজের দখলে ছিল। এই আসনগুলি জয় করে বিজেপির নতুন সাংসদ হলেন দীনেশচামদ্রা জেমালভাই অননবাদিয়া এবং রামভাই হরজিভাই মোকারিয়া।

২০২০ সালের নভেম্বরে, কোভিড-১৯ এর সাথে লড়াইয়ের পর ৭১ বছর বয়সী আহমেদ প্যাটেল মারা যান। করোনাভাইরাস সংক্রমণের ফলে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং একাধিক অর্গান একসাথে ‘ফেল’ করে।

বেশ কিছু কংগ্রেস নেতা বিদ্রোহ করার পরেও বহু নাটকীয়তার মধ্যে ২০১৭ সালে প্যাটেল রাজ্যসভা আসনটি জিতেছিলেন। এর ফলে তাঁর পুনর্নির্বাচনে যথেষ্ট অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল এবং বিজেপির সম্ভাব্য জয়ের রাস্তা তৈরি হয়েছিল। এ ক্ষেত্রে সাময়িক জিত কংগ্রেসের হলেও শেষ অবধি বিজেপির জয় হলো, অন্তিম হাসিটা ভারতীয় জনতা পার্টির ‘চাণক্য’ অমিত শাহেরই রইল।