বাঙ্গলা ভাষায় কেন নয় ‘দ্য কাশ্মীর ফাইলস’, প্রশ্ন তুললেন নেতাজী গবেষক অনুজ ধর

0
376

বঙ্গদেশ ডেস্ক:‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে বিতর্ক মিটছেই না। ‘দ্য কাশ্মীর ফাইলস’ খুব তাড়াতাড়ি জি গ্রুপের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে খবর পাওয়া গিয়েছে। এই ছবিটি হিন্দি, তামিল, তেলেগু এবং কন্নড় এই চারটি ভাষায় মুক্তি পাবে।

এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন নেতাজী গবেষক অনুজ ধর। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, “চারটি ভাষায় এই ছবি মুক্তি পেলেও ভারতের দ্বিতীয় জনপ্রিয় কথ্য ভাষা বাংলায় কেন মুক্তি নয়?” অনুজ ধরের পোস্টে অনেকেই সহমত প্রকাশ করেছেন। এই বিষয়ে অনেকেই মতামত প্রকাশ করে বলেছেন, হিন্দি বাদ দিয়ে বাকী যে তিনটি ভাষায় এই ছবি মুক্তি পেয়েছে, সেগুলো দক্ষিণ ভারতের। দক্ষিণের মানুষ ভাষা নিয়ে যতটা কট্টরপন্থী, বাঙ্গালীরা ভাষা নিয়েও ততটাই উদারপন্থী হওয়ায় আজকে বাঙ্গালীর এতো দুর্দশা দেখতে হচ্ছে।

‘দ্য কাশ্মীর ফাইলস’ এর একাধিক শো বাংলাতে হাউসফুল হয়েছে, কারণ বাঙ্গালী হিন্দুর‌ও এরকম ভয়াবহ গণহত্যার পূর্ব অভিজ্ঞতা রয়েছে‌।মূলত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নব্বইয়ের দশকে কাশ্মীরী পণ্ডিতদের উপর বিভীষিকাময় ঘটনার উপর ভিত্তি করে তৈরি করেছেন নির্মাতারা।