ঈদ উপলক্ষে পরপর তিন দিন পরীক্ষা স্থগিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

0
373

বঙ্গদেশ ডেস্ক:ঈদের আগে এবং পরের দু’দিন পরীক্ষা গৃহীত হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ঈদ উপলক্ষে ২, ৪ এবং ৫ মে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ । উপাচার্য সুরঞ্জন দাস সেই দাবি যথারীতি মেনেও নিয়েছেন।

রবিবার তিনি জানিয়েছেন, সমস্ত বিভাগের প্রধানদের ওই তিনদিন পরীক্ষা স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। যাদবপুর ইউনিটের সভাপতি সঞ্জীব প্রামাণিক উপাচার্যকে মেল পাঠিয়ে ঈদের আগে এবং পরে পরীক্ষা না রাখার দাবি জানিয়েছিলেন।

অন্যদিকে, নবান্ন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে , প্রতিবারের মতো এবারও রাজ্যের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের ভাতা বা অ্যাডহক বোনাস দেওয়া হবে এবং ঈদের আগে দেওয়া হবে অগ্রিম অর্থ। সর্বনিম্ন ৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে কর্মচারীদের। যাদের বেতন ৩৭ হাজার টাকার কম, তারা ঈদে বোনাস বাবাদ পাবেন মোট ৪,৮০০টাকা।