ভবিষ্যতে রামমন্দির ভেঙে মসজিদ বানানোর প্রচ্ছন্ন হুমকি অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের

0
938

বঙ্গদেশ ডেস্ক: অযোধ্যায় রামমন্দিরের ভুমিপূজনের ঐতিহাসিক মুহূর্তের ঠিক আগে দেশের ন্যায়ব্যাবস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড। পাশাপাশি তারা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল যে, পরবর্তীকালে রামমন্দির ভেঙে সেখানে মসজিদ বানাবে তারা।

মঙ্গলবার রামমন্দিরের নির্মাণের বিরুদ্ধে গলা চড়িয়ে কার্যত হুমকি দেওয়ার পরে তারা তুলনা টেনে আনে তুরষ্কের বিতর্কিত মসজিদ হাজিয়া সোফিয়ার সঙ্গে। জানিয়ে দেয় যে, ওখানে বাবরি মসজিদ ছিল, আছে, থাকবে।

এদিন তারা দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সিদ্ধান্তকেও আক্রমণ করে৷ তাদের মতে, তাদের প্রতি অন্যায় হয়েছে। সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠদের খুশি করার জন্যই হিন্দুদের পক্ষে এই রায় দিয়েছে৷

অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের সেক্রেটারি মৌলানা মহম্মদ ওয়ালি রহমানির জারি করা বিবৃতিটিতে তিনি বলেছেন যে, ‘ আমরা বরাবর দাবি করে এসেছি যে, কোনো হিন্দু উপাসনালয় অথবা মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ বানানো হয়নি। ২০১৯ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টও আমাদের এই বক্তব্যকে মেনে নিয়েছিল। সুপ্রিম কোর্ট এও জানিয়েছিল যে, মসজিদের নীচে খননকার্যের পর উদ্ধার হওয়া মন্দিরের অবশিষ্টাংশ ১২র শতকের। যা কিনা বাবরি মসজিদ নির্মাণের প্রায় ৪০০ বছর পূর্বের সময়ের৷ ‘

সেই বিবৃতিতে তিনি বোর্ডের তরফ থেকে আরও বলা হয় যে, ‘রামমন্দির আন্দোলনও একটি রাজনৈতিক আন্দোলন। হিন্দুদের ভাবাবেগের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ইসলামিক শরিয়াহ অনুযায়ী কোনও স্থানে যদি মসজিদ স্থাপন করা হয়ে থাকে, তবে সেই স্থানে সময়ের শেষ অবধি মসজিদই অবস্থান করে৷ সেই অনুযায়ী, ওখানে বাবরি মসজিদ ছিল, আছে এবং ইনশাল্লাহ মসজিদই থাকবে।’