রাজ্যের হিন্দুদের রাজনৈতিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বজরঙ্গ দলের পথসভা-শোভাযাত্রা

0
645

বঙ্গদেশ ডেস্ক: মঙ্গলবার গড়বেতা একটি পথসভার আয়োজন করে বজরঙ্গ দল। মূলত পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা এবং রাম মন্দিরের নিধি সমর্পণের জন্য উৎসাহিত করার লক্ষ্যেই পথসভার আয়োজন করা হয়। জোগারডাঙ্গা ১০ নম্বর অঞ্চলে মূলত এই পথসভার আয়োজন করা হয়। বক্তারা এই সময়ে হিন্দুদের বিভিন্ন দুরবস্থার কথা তুলে ধরেন। হিন্দুদের বর্তমান অস্তিত্ব সংকট মোকাবেলার জন্য রাজনৈতিক গণ্ডির বাইরে এসে হিন্দুদেরকে হিন্দু পরিচয়ে একতাবদ্ধ হওয়ার জন্য বক্তারা আহ্বান জানান। 

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বজরঙ্গ দলের দক্ষিণবঙ্গ রাজ্য সুরক্ষা প্রমুখ প্রবীর দে বলেন, ” হিন্দুরা রাজনৈতিকভাবে সচেতন নয়। হিন্দুদের রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে নিজ জাতির জন্য ভাবতে হবে। তার জন্য সমগ্র হিন্দু সমাজের কথা বিবেচনা করে দূরদর্শী ভাবে সিদ্ধান্ত নিতে হবে যাতে সমস্ত হিন্দু সমাজের কল্যাণ হয়। এভাবে না হলে হিন্দুদের নিজেদের অধিকার রক্ষা ও ছিনিয়ে নেওয়া, কোনটাই সম্ভব হবে না। ”

বজরঙ্গ দলের সহ সংযোজক সহদেব ভূঁইয়া বলেন, ” বর্তমানে হিন্দুদের চারপাশে অসংখ্য শত্রু বিরাজমান। ল্যান্ড জিহা,  লাভ জিহাদ ইত্যাদির কারণে হিন্দুসমাজ কোণঠাসা হয়ে পড়ছে। মুসলিমদের মক্কা-মদিনা রয়েছে, খ্রিস্টানদের রয়েছে ভ্যাটিকান সিটি। কিন্তু হিন্দুদের কি রয়েছে?  রাম মন্দির আমাদের আরও আগেই তৈরি করা প্রয়োজন ছিল। আমাদের জেগে ওঠার সময় এসেছে, এখনই জেগে না উঠলে আমাদের সমাজ চিরতরে ঘুমিয়ে পড়বে। ” পথসভা শেষে হিন্দু সমাজকে জাগ্রত করার লক্ষ্যে এবং রাম মন্দিরে নিধি সমর্পণের জন্য উৎসাহিত করার লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পুরো এলাকাটি প্রদক্ষিণ করা হয়। স্থানীয় হিন্দুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই শোভাযাত্রা ও পথসভাটি অত্যন্ত সফলভাবে পরিচালিত ও সমাপ্ত হয়।