নদীয়ায় খাস জমি দখল করে কবরস্থান বানানোর প্রচেষ্টাকে রুখে দিলো বজরঙ্গ দল, খুশি স্থানীয়রা

0
2134

বঙ্গদেশ ডেস্ক: নদীয়া জেলার তেহট্ট থানার খাসপুর গ্রামে একটি জমি দখলের প্রচেষ্টাকে রুখে দিয়েছে স্থানীয় বজরঙ্গ দলের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই এই জমিটি দখলের পাঁয়তারা করছিল একটি সংঘবদ্ধ চক্র। হিন্দু অধ্যুষিত পাড়ার এই জমিটিকে দখল করে কবরস্থানে পরিণত করাই এই সংঘবদ্ধ চক্রের উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে স্থানীয় হিন্দুরা। 

ঘটনার শুরু হয় সরস্বতী পূজার দিনে। সেদিন রাতে স্থানীয় একদল মুসলিম একটি মৃতদেহ নিয়ে তড়িঘড়ি করে রাতের অন্ধকারে স্থানীয় হিন্দু দুলাল ঘোষের বাড়ির পার্শ্ববর্তী খাস জমিতে কবর দেওয়ার চেষ্টা করে। দুলাল বাবু উপায়ন্তর না দেখে স্থানীয় কিছু জাতীয়তাবাদী ও হিন্দুত্ববাদী যুবককে খবর দেন। তারা এসে মৃতদেহ বহনকারী মুসলিমদেরকে এই জমি যে কবরস্থানের জমি তার সুনির্দিষ্ট তথ্য চায়। দলটি তা দিতে অপারগ হওয়ায় সেদিন মৃতদেহটিকে ওই খাস জমিতে কবর দিতে ব্যর্থ হয় তারা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এই জমিটি একটিনখাস জমি, এই জমিটি কবরস্থানের জমি হিসাবে অন্তর্ভুক্ত নয়। স্থানীয় বাসিন্দারা আরও জানায় যে এই খাস জমিতে কোনদিনই কোন মৃতদেহ কবর দেওয়া হয়নি। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র এই জমিটিতে মৃতদেহ কবর দিয়ে সেটিকে কবরস্থানে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে স্থানীয় হিন্দুরা। সেই চক্রটি কবর দিতে ব্যর্থ হয়ে সম্প্রতি ওই জমিতে ইসলামিক পতাকা লাগিয়ে যায়। গত ১৪ মার্চ স্থানীয় বজরঙ্গ দলের কর্মীরা সেই পতাকা সরিয়ে দিয়ে তাদের কবরস্থান বানানোর প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় এবং উক্ত স্থানে গেরিয়া পতাকা পুঁতে দেয়। বজরঙ্গ দলের এই রুখে দেওয়ায় ব্যপক খুশি স্থানীয় হিন্দুরা।