ফ্রান্সে বাংলাদেশী ও পাকিস্তানী নাগরিকদের নিষিদ্ধ করার দাবি তুললেন বিরোধী দলনেত্রী

0
856

বঙ্গদেশ ডেস্ক:- ফ্রান্সে একনাগাড়ে ইসলামী সন্ত্রাসবাদী উপদ্রবের প্রভাবে ইসলামিক আতঙ্কবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। ফ্রান্সে এক শিক্ষকের শিরচ্ছেদ করার পর চার্চে ঢুকে ৩ জনকে খুনের ঘটনা জনগনকে আর‌ও ক্রোধান্বিত করে তুলেছে।

এমন অগ্নিময় পরিস্থিতির মধ্যে ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে বড়সড় দাবি তুলেছেন। যা বাংলাদেশী ও পাকিস্তানীদের সমস্যা বাড়াতে পারে বলে মনে করা হয়েছে।

পেন দাবি করেছেন, যারা পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসে ফ্রান্সে বসতি গড়ে তুলেছে তাদের উপর ব্যান লাগানো হোক। আসলে ফ্রান্সের উপর আক্রোশ প্রকাশ করে বাংলাদেশে ও পাকিস্তানে ব্যাপক বিরোধী কর্মসূচি প্রদর্শন করে চলেছে। দেশের উপর এমন আক্রোশ প্ৰকাশ দেখে ক্রোধান্বিত পেন এমন মন্তব্য করেছেন। প্রসঙ্গত লক্ষ্যণীয় বিষয় যে, ভারতের বেশ কিছু কিছু স্থানে (ভোপাল, মুম্বাই) ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তবে ভারতের জাতীয়তাবাদী জনতা এবং একই সঙ্গে সরকার ফ্রান্সের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ফ্রান্সের বিরোধী দলনেত্রী ট্যুইট করে লিখছেন, “আজ বাংলাদেশ ও পাকিস্তানের হিংস্র বিক্ষোভ দেখার পর আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে ওই দুই দেশ থেকে আগত নাগরিকদের রাষ্ট্রীয় সুরক্ষার নামে অতি সত্বর ব্যান করা হোক।” এর আগে উনি ট্যুইট করে ভারতকে বিশেষ ধন্যবাদ জানিয়েছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তানের বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখনে দেখা গিয়েছে মুসলিমরা হাজার হাজার সংখ্যায় জড়ো হয়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। পাকিস্তানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শেখানো মাদ্রসায় কোরাণ পড়ানোর পর ছাত্রদের শেখানো হচ্ছে কীভাবে ফ্রান্সের রাষ্ট্রপতির মাথা কাটতে হবে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিস শহরে হওয়া সন্ত্রাসবাদী হামলার তীব্রনিন্দা করেছেন এবং সহানুভূতি প্রকাশ করেছেন। যা ভারতের মতকে বিশ্বের দরবারে প্রকাশিত করেছে।