প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতের প্রথম সি-প্লেন পরিষেবার উদ্বোধন সবরমতীতে

0
826

বঙ্গদেশ ডেস্ক:- লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৫ তম জন্ম দিবসে নর্মদা নদীর ওপর কেভাদিয়া-সবরমতী ওয়াটার এরোড্রাম ও সি-প্লেন পরিষেবার উদ্বোধন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। রাষ্ট্রীয় একতা দিবসের দিন এই পরিষেবার উদ্বোধন করেন তিনি। ভারতে প্রথমবার চালু হলো এই পরিষেবা।

শনিবার একতা দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার পরে আমেদাবাদ ও কেভাদিয়ার মধ্যে ২০০ কিলোমিটার দূরত্বের এই সবরমতী রিভার ফ্রন্টের উদ্বোধন করেন তিনি। সাধারণভাবে সড়কপথে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে চার ঘণ্টা। সি-প্লেনে মাত্র ৪৫ মিনিটেই সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে বলে জানা গিয়েছে।

এদিন প্রথমবার এই পরিষেবা ব্যবহার করেন প্রধানমন্ত্রী নিজে। তাঁকে নিয়ে স্পাইসজেট এর একটি বিমান এই পথ অতিক্রম করে। বিমানে “মেক ইন ইন্ডিয়া” প্রকল্পের লোগো লাগানো ছিল। জানা গিয়েছে এই পরিষেবার খরচ ১৪০০ টাকা প্রতিদিন এবং এই পরিষেবা দেবার জন্য দুটি করে বিমান যাতায়াত করবে।

শনিবার এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী হরিদেব সিং পুরী। এই বিমান পরিষেবায় সর্দার প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে বলে জানা গিয়েছে।

শুক্রবার দুদিনের গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সবার আগে সর্দার প্যাটেলের জন্মদিনে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সকাল আটটা নাগাদ “স্ট্যাচু অফ ইউনিটি” তে ফুল দান করেন, লৌহমানবের চরণে। সেখানে দেশের একতা ও সুরক্ষা বজায় রাখা এবং তাকে আরও মজবুত করার জন্য একটি বিবৃতিও দেন তিনি।

এরপরেই একতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে গুজরাট পুলিশের হাতে থাকা বিভিন্ন অস্ত্র ও তথ্যপ্রযুক্তির প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের পুলিশ বিভাগের কর্মীরা। সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নিজে।

সকাল দশটা নাগাদ সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের একটি আলোচনা সভায় যোগদান করেন মোদী। তার পরে সকাল সাড়ে এগারোটা নাগাদ কেভাদিয়া ওয়াটার এরোড্রামের উদ্বোধন সম্পন্ন করেন। সেখান থেকে সবরমতী পর্যন্ত একটি সি-প্লেন পরিষেবার উদ্বোধন‌ও করেন তিনি।

জানা গিয়েছে, এর আগে শুক্রবার ‘একতা ক্রুজ’ পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “শ্রেষ্ঠ ভারত” ভবন থেকে “স্ট্যাচু অফ ইউনিটি” পর্যন্ত এই পরিষেবার সূচনা করেন, একসঙ্গে দুজনকে নিয়ে মাত্র ৪০ মিনিটে পৌঁছে দেবে এই পরিষেবা। ফেরিতে করে যেতে দেখা যায় মোদীকে। তাছাড়া সর্দার প্যাটেলের নামে একটি জুলজিক্যাল পার্কের‌ও উদ্বোধন করেন তিনি। সেখানে জঙ্গল সাফারি করতেও দেখা গিয়েছে মোদীকে। শুধু তাই নয়, শুক্রবার একতা মল, চিল্ড্রেন্স নিউট্রেশন পার্ক, মেডিকেল পার্ক ও আরোগ্য ভ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। সব মিলিয়ে ভারত তথা বিশ্বের পর্য্যটন মানচিত্রে গুজরাট একটা অবশ্য গন্তব্য হয়ে উঠতে চলেছে ভ্রমণ পিপাসুদের কাছে।