মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে গরুর মাংস বিতরণ বামপন্থী উগ্রবাদীদের

0
969

বঙ্গদেশ ডেস্ক:- আজ বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার এই সফরের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ কিছু কট্টরপন্থী। এমনিতেই মোদীর সফর ঘিরে মৌলবাদী হুজুর মাওলানাদের উস্কানীমূলক কর্মসূচি লেগেই রয়েছে। তার‌ই মধ্যে এক অদ্ভূত কর্মসূচির আয়োজন করা হয়েছে খোদ ঢাকা শহরে। এবং এই পুরো ঘটনাটি সাকি ও নূরের তত্ত্বাবধানে হয়েছে।

গতকাল শাহবাগে একদল মৌলবাদী উগ্রপন্থী মোদীজির বাংলাদেশ সফর এর প্রতিবাদ স্বরুপ গরু কুরবানী দিয়েছে। তাদের বক্তব্য, ভারতীয় সীমান্তে যেসব বাংলাদেশীদের মৃত্যু হয়েছে তাদের উদ্দেশ্যে একটি করে গরু কুরবানী দেওয়া হয়েছে।

গরু জবাইয়ের পর তা রান্না করে শাহবাগে নিয়ে আসা হয়েছিল। তারা তাদের এই মহান প্রতিবাদের কথা জনসমক্ষে তুলে ধরতে পিছনে ফ্লেক্স ঝুলিয়েছিল। তারপর বাটিতে করে সেই মাংস বিতরণ করা হয়। বাংলাদেশী উগ্রবাদী জনতার দল সেই মাংস খেতে খেতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।