শুভলগ্না

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

শুভ লগ্নে জন্ম কি ছিল?
শুভলগ্না নামটাই সার।
সালতানাত বড় রক্তলোভী
নারী মাংস প্রিয় খাদ্য তার।

বারবার একই ইতিহাস
রক্তস্নাত হয় নরমেদে,
বারবার জওহরে নারী
ঝাঁপ দেয় কিসের তাগিদে?

শান্তির বাণী হাতে শূল,
হত্যায় খোলে স্বর্গদ্বার;
যুদ্ধজয় শেষ কথা বলে
গনিমত দেয় উপহার।

সকলেই সবকিছু জানে,
না জানার ভান শুধু হয়?
উদারতা প্রেতযোনি খুঁজে
আত্মঘাতে প্ররোচনা দেয়।

যতদিন সূর্যকে ভুলে
দ্বিতীয়ার চাঁদ দেখা হবে,
ধর্মের নিরপেক্ষতা
দিবালোকে সব গিলে খাবে।