বাঙ্গালীর নিজস্বতা বজায় রেখে মার্কেটে এল নতুন ডিজিট্যাল ক্যালেন্ডার ‘বঙ্গাব্দ’

বঙ্গদেশ ডেস্ক:বাঙ্গালীর নিজস্বতা বজায় রেখে সময়পঞ্জীর বড্ড অভাব। বাজারে যেকটি অ্যাপ রয়েছে বেশিরভাগ বাংলাদেশী অ্যাপ, ফলত সেখানে সময় ও তিথির নিশ্চয়তা ঠিক নেই। সেই অভাব পূরণ করতে পীযূষ মন্ডল বানিয়ে ফেলেছেন আস্ত একটি অ্যাপ। অ্যাপের নাম ‘বঙ্গাব্দ’।

তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “Play Store এ Ads free ভালো বাংলা ক্যালেন্ডার নেই । এছাড়াও বেশিরভাগই বাংলাদেশের তৈরি যাতে দিন তিথি সঠিক নেই ।দীর্ঘ দিনের ইচ্ছে ছিল ad free বাংলা ক্যালেন্ডার app তৈরি করার । কয়েকদিন আগে development complete করেছি , গতকাল play Store upload করলাম । আপনারা চাইলে নিচের লিঙ্ক থেকে download করতে পারেন।”

বঙ্গাব্দ অ্যাপের বৈশিষ্ট্য:-
1.কোনও ads নেই, সম্পূর্ণ free
2. App Size খুবই small , only 4 mb
3. তিথি-নক্ষত্রের তথ্য Positional Astronomy Center, Govt of India (packolkata) থেকে নেওয়া।
4. মাসের দিন সংখ্যা গণনার ক্ষেত্রে সূর্য সিদ্ধান্তিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে ।

অ্যাপের লিঙ্ক-

https://play.google.com/store/apps/details?id=yourstudio.com.bangabda