এভারেস্ট ও লোত্সে জয় করেও চিন্তায় বঙ্গতনয়া পিয়ালী বসাক

বঙ্গদেশ ডেস্ক: বিনা অক্সিজেনেই এভারেস্টের চূড়ায় উঠে সাড়া ফেলে দিয়েছেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। ধৌলাগিরিতে উঠেছেন বিনা অক্সিজেনে। বাঙ্গলার এই মেয়ের মুকুটে আরও একটি পালক যোগ হয়েছে। এভারেস্টের পর এবার লোত্সে শৃঙ্গ জয় করেছেন তিনি।

দুদিন আগেই এভারেস্ট জয় করেছেন পিয়ালি বসাক। শেরপাদের পরামর্শ অনুযায়ী শেষের কিছুটা পথ অক্সিজেন ব্যবহার করেছেন তিনি । কারণ ৮ হাজার মিটারের উপরে অক্সিজেন ছাড়া পর্বতে আরোহণ বিপজ্জনক।

উল্লেখ্য, পিয়ালির লক্ষ্য ছিল একইসঙ্গে এভারেস্ট ও লোত্সে জয়। সেই লক্ষ্যে তিনি সফল‌ও হয়েছেন। এভারেস্ট জয়ের পর তিনি ক্যাম্প ৪ থেকে আর নীচে নামেননি। সেখান থেকেই লোত্সে যান। লোত্সে জয় করে তিনি ৩ নম্বর ক্যাম্পে ফিরছেন।

কিন্তু শৃঙ্গ জয় করেও মনে নেই শান্তি। কারণ মাথার ওপরে রয়েছে দেনার বোঝা।১২ লক্ষ টাকা দেনা না মেটালে শংসা পত্র দেওয়া হবে না। যার ফলে চিন্তায় চোখের ঘুম উড়ে গেছে তাঁর ও পরিবারের। কারণ সাহায্যকারীদের বোনাসও দিতে হবে,শৃঙ্গ বিজয় অভিযানের আগে চুক্তি হয়েছিল, অভিযানের আয়োজন করে দেবে আয়োজক সংস্থা। তাই তাঁদের বকেয়া না মেটানো মিলবে না শংসা পত্র। বকেয়া টাকা জোগাড়ের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে পিয়ালির পরিবার। এমনকি বাড়ি বন্ধক রাখার কথাও চলছে ব্যাঙ্কের সাথে।