বাঙ্গালীরা বাবা-মা হতে পারছেন না, সিগারেট-মদে কমছে শুক্রাণু

0
493

বঙ্গদেশ ডেস্ক:মদ-সিগারেটের জন্য‌ পুরুষদের শুক্রাণু উৎপাদনের হার কমছে। এছাড়াও অতিরিক্ত সময় টিভির সামনে বসে থাকার ফলেও নারী-পুরুষ উভয়ের‌ই সন্তান উৎপাদনের ক্ষমতা হ্রাস পাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। বাঙ্গালীদের মধ্যে এই সমস্যা মারাত্মকভাবে বাড়ছে। সাম্প্রতিক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েক জন অধ্যাপক ও চিকিৎসক বাঙ্গালী দম্পতিদের সন্তান না হওয়া গবেষণা করছিলেন। ৪০০ জন দম্পতির উপর গত চার বছর ধরে তাঁরা সমীক্ষা চালানো হয়েছে। সেখানে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। গবেষণায় দেখা গিয়েছে, বাঙ্গালী পুরুষদের মধ্যে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার বড় কারণ মদ্যপান এবং ধূমপান।কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সুজয় ঘোষ ও বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে গবেষণাটি হয়েছে

পাশাপাশি মানসিক চাপ, জাংক ফুড, এবং অতিরিক্ত মিষ্টি পানীয়‌ও দায়ী।চিকিৎসকরা বলছেন, প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা দেড় কোটির কম হলে গর্ভধারণে সমস্যা হয়। গবেষণার জন্য যে ৪০০ জন পুরুষের বীর্য পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে, সেখানে শুক্রাণুর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। গবেষণার ফলাফল আমেরিকার ‘Molecular Genetics and Genomic Medicine’ নামক জার্নালে প্রকাশ পেয়েছে।গবেষকরা বলছেন সন্তান ধারণে সমস্যা দেখা দিলে জীবনযাপনের ধরন, পরিবেশ এবং খাদ্যাভাসে পরিবর্তন করতে হবে। কীটনাশক এবং প্লাস্টিকে থাকা রাসায়নিকের সংস্পর্শে আসা, ওবেসিটি বা স্থূলতা, ধূমপান, মানসিক চাপ, খাদ্যাভ্যাস, এমনকী অতিরিক্ত টিভি দেখা ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়।