সিকিম সংঘর্ষঃ ভারত মেরে তাড়াল কমিউনিস্ট চীনের সেনাদের, আহত ২০

0
726

বঙ্গদেশ ডেস্ক – লাদাখের বর্তমান স্থবিরতার মধ্যেই ভারত গত সপ্তাহে উত্তর সিকিমের নাকু লা সীমান্ত পেরিয়ে চীনাদের অনুপ্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিল। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, উভয়পক্ষের মধ্যে অফিসাররা ছোটখাটো হাতাহাতি (‘মাইনর ফেস-অফ’) -এর পরে সমস্যার সমাধান করেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চীনা সৈন্যরা গত সপ্তাহে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় সৈন্যরা উত্তর সিকিমের নাকু লাতে তাদের পালটা চ্যালেঞ্জ জানিয়েছিল, যার ফলে একটি সংঘর্ষ শুরু হয়, টাইমস অব ইণ্ডিয়া তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

এই হিংস্র সংঘর্ষের ফলে উভয় পক্ষেই হতাহত হয়েছে। যদিও ভারতের সিকিমের নাকু লা পাসে হওয়া সংঘর্ষে প্রায় ২০ জন চীনা সেনা আহত হয়, উল্টোদিকে ভারতীয় সেনার তরফে মাত্র চার জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় সৈন্যরা অবশ্য উত্তর সিকিমে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও চীনকে ফিরিয়ে দিতে সফলভাবে সক্ষম হয়েছিল।

ভারতীয় সেনার বক্তব্য

সোমবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, নাকু লা-তে ফেস অফের ক্ষেত্রে স্থাপিত প্রোটোকল অনুসারেই স্থানীয় কমান্ডাররা সমস্যার সমাধান করেছিলেন।

“বিষয়টি স্পষ্ট করে জানা গেছে যে ২০ শে জানুয়ারি, ২০২১ সালে উত্তর সিকিমের নাকু লা অঞ্চলে একটি সামান্য ফেস অফের পরিস্থিতি ছিল এবং এটি প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসারে স্থানীয় কমান্ডাররা সমাধান করেছিলেন,” ভারতীয় সেনাবাহিনীর এই বক্তব্যটা এএনআই তাদের টুইটে উল্লেখ করেছে।

রবিবার পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা হ্রাস করতে ভারত ও চীন নবম দফার সামরিক আলোচনার একদিন পর এই ঘটনা ঘটে বলে ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পূর্ব লাদাখ সেক্টরে চুশুলের বিপরীতে মলদোতে ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে এই আলোচনাটি অনুষ্ঠিত হয় এবং দুপুর সোয়া ২ টোর দিকে শেষ হয় ।

সমস্যার সমাধানের জন্য কূটনৈতিক ও সামরিক আলোচনার মধ্যেই পূর্ব লাদাখে প্রায় ১,০০,০০০ ভারতীয় ও চীনা সেনা মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষই তাদের ঘাঁটিতে অবস্থান নিয়েছে এবং দীর্ঘদিনের লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।