বাঙ্গালী হিন্দু গণহত্যার স্মরণ ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

0
1312

বঙ্গদেশ ডেস্ক: গতকাল কলকাতা প্রেস ক্লাবে ‘পশ্চিমবঙ্গের জন্যে’ এর উদ্যোগে পূর্ব পাকিস্তানে বাঙ্গালী হিন্দু গণহত্যাকে স্মরণ করে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে বক্তা ছিলেন ডঃ মোহিত রায়, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল শ্রী তথাগত রায়, বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী শ্রী কে এন মণ্ডল।

অন্যতম সম্ভাব্য বক্তা ডঃ অচিন্ত্য বিশ্বাস ও বিমল প্রামাণিক শারীরিক কারণে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানের সাফল্য কামনায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। শুভেচ্ছা বার্তা পাঠের পর ডঃ মোহিত রায় পূর্ব পাকিস্তানে বাঙ্গালী হিন্দু গণহত্যার স্বীকৃতি দাবি করেন ও পরবর্তীকালের হিন্দু বুদ্ধিজীবীদের ঐ বিষয়ে নিস্পৃহতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রাজাকার আলবদরদের হাতে খুন হওয়াদের মধ্যে ৯০% ছিল হিন্দু, উদ্বাস্তুদের ৯০% ছিল হিন্দু। মুনতাসীর মামুন, শাহরিয়ার কবিরের মতো ঐতিহাসিকরা স্বীকার করেছেন এই কথা। ডঃ রায় পশ্চিমবঙ্গে জেনোসাইড মিউজিয়াম গড়ার দাবি জানান এবং পাকিস্তান ক্ষমা না চাইলে এখানে তাদের সব রকম সরকারি কাজকর্ম, সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ রাখার দাবি জানান।

শ্রী তথাগত রায় গণহত্যার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও চর্চার উপর জোর দেন। এতবড় ঘটনার উপর বিশেষ কোনো পুস্তক লেখা হয়নি, চলচ্চিত্র হয়নি, নাটক হয়নি, বলতে গেলে কিছুই হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন ও পরবর্তীকালে তা হবে বলে আশা প্রকাশ করেন। সেই সময় ঘটা বিভিন্ন গণহত্যার কথা তিনি আলোচনা করেন।

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী শ্রী মণ্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ঘটা অত্যাচারের কাহিনী বর্ণনা করে অনুষ্ঠান নতুনপ্রাণ সঞ্চার করেন।

এটি একটি সাংবাদিক সম্মেলন হলেও উপস্থিত দর্শকদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে বিশেষ কোনো চর্চা আগে সে ভাবে হয়নি বলে এর অভিনবত্ব অনস্বীকার্য। দর্শকেরা বলেন যে বাঙ্গালী হিন্দু তার পরবর্তী প্রজন্মকে পূর্ব পাকিস্তানের গণহত্যা বিষয়ে সচেতন করবে যাতে তারা ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিপথগামী না হয়।