ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির হাতে সমাজ রক্ষার দায়িত্ব তুলে দিলো কংগ্রেস

0
442

বঙ্গদেশ ডেস্ক:- আসন্ন বিহার নির্বাচনে কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন ব্রজেশ কুমার পাণ্ডে যিনি সম্পর্কে এনডিটিভি অ্যাঙ্কর রবীশ কুমারের ভাই। বছর দুয়েক আগে তার বিরুদ্ধে একজন অপ্রাপ্তবয়স্ক দলিত কন্যাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল।

রিপোর্টে বলা হয়েছে, কংগ্রেসের সিনিয়র নেতা এবং এনডিটিভি অ্যাঙ্কর রবীশ কুমারের ভাই ব্রজেশ কুমার পাণ্ডে পূর্ব বিহারের চম্পারন জেলার গোবিন্দগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করবেন।

সূত্র মারফত জানা গিয়েছে, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে একজন নাবালিকা দলিত কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর ব্রজেশ কুমার পাণ্ডে দলের রাজ্য সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। মিডিয়া নেটওয়ার্ক থেকে জানা গিয়েছে, ব্রজেশ কুমার পাণ্ডের বিরুদ্ধে পকসো আইনের আওতায় মামলা করা হয়েছিল। তার বিরুদ্ধে আইপিসির ৩৫৪ এবং ৩৭৬ ধারার পাশাপাশি তপশিলি জাতি / তপশিলি উপজাতি আইনের অন্যান্য ধারার আওতায় অভিযুক্ত করা হয়েছিল।

জানা গিয়েছে, নির্যাতিতা কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীর কন্যা। সে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার কৃষ্ণ বিহারী প্রসাদের পুত্র নিখিল প্রিয়দর্শী বিরুদ্ধে ধর্ষণ এবং পাটনায় যৌন র‌্যাকেট চালানোর অভিযোগ তুলেছিল।

নির্যাতিতার অভিযোগ ছিল, প্রিয়দর্শী তার সঙ্গে বিয়ের নামে প্রতারণা করেছে। প্রিয়দর্শী, তার ভাই ও ব্রজেশ কুমার পাণ্ডে তাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছে। ব্রজেশের বিরুদ্ধে অভিযোগ ছিল সে নিজেকে বড় নেতা হিসেবে পরিচয় দিয়ে ক্রমাগত হুমকি দিতো। ব্রজেশের বিরুদ্ধে যৌন র‍্যাকেটে জড়িত থাকার অভিযোগও করা হয়েছিল।

তবে খবর পাওয়া যায়, অদ্ভুতভাবে অভিযোগকারিণী এই মামলার বিচারক আখিলানন্দ দুবে নির্দেশিত নির্দিষ্ট হেয়ারিং ডেটের আগেই সমঝোতার পথে হাঁটে। সে জানায় নিখিলকে বিয়ে করার জন্য সে রাজি।

নির্যাতিতা লিখিত আবেদন করে জানিয়েছিল, উভয় পরিবার‌ই সমঝোতার রাস্তায় হাটার পরামর্শ দিয়েছেন তাই সে অতীতের সমস্ত ঘটনা ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চাইছে।

সে সময় রাজনৈতিক মহলে কানাঘুষা শোনা গিয়েছিল রবীশ তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ঢিসমিস করে দিয়েছিল। অবশ্য এর আগে ২০১৫ সালে ব্রজেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিল। সেই নির্বাচনে সে তার বিজেপি প্রতিপক্ষের কাছে ২৮,০০০ ভোটে গোহারা হেরেছিল।