বাঙ্গালী দম্পতির নামানুসারে বেঙ্গালুরুতে ‘বাগচি-পার্থসারথি’ হাসপাতাল তৈরির পরিকল্পনা আইআইএসসির

0
477

বঙ্গদেশ ডেস্ক:বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসি। এই আইআইএসসি-র হাসপাতাল তৈরি হবে এক বাঙালি দম্পতির নামানুসারে। বেঙ্গালুরুর এই শিক্ষা প্রতিষ্ঠানটি সম্প্রতি ৮০০ বেডের ‘বাগচি-পার্থসারথি’ নামানুযায়ী মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করবে বলে জানিয়েছে। হাসপাতাল তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থসাহায্য করেছেন মার্কিন নিবাসী সুস্মিতা বাগচি ও সুব্রত বাগচি। সঙ্গে রয়েছেন রাধা এবং এনএস পার্থসারথি। এই দুই দম্পতির পদক্ষেপকে সাদর অভ্যর্থনা জানাতে তাঁদের পদবির অনুযায়ী এই হাসপাতালের নামকরণ করা হয়েছে।

সূত্রের খবর, বেঙ্গালুরুর আইআইএসসি ক্যাম্পাসেই তৈরি হবে এই হাসপাতাল। বাগচি ও পার্থসারথি দম্পতি মিলিত ভাবে ৪২৫ কোটি টাকা দান করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সকে। ভ্যালেন্টাইন্স ডে-র দিন একটি মউ স্বাক্ষরিত হয়েছে। গুজরাতের আমদাবাদের একটি সংস্থাকে হাসপাতাল ভবন তৈরির দায়িত্ব‌ও দেওয়া হয়েছে।

এই হাসপাতাল তৈরি প্রসঙ্গে আইআইএসসি-র অধিকর্তা অধ্যাপক গোবিন্দন রঙ্গরাজন বলেছেন, বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলির আদলে একটি পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল স্কুল তৈরি করছেন তাঁরা। এমডি এবং পিএইচডিও করা যাবে এই প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি এখানে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালও তৈরি হবে। অঙ্কোলজি, কার্ডিওলজি, নিউরোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএনটেরোলজির পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ তৈরী হবে এই মাল্টি স্পেশালিটি হাসপাতালে। রোবটিক সার্জারি ও অঙ্গ প্রতিস্থাপনের সুব্যবস্থাও ‘বাগচি-পার্থসারথি’ হাসপাতালে।