মুসলিম অধ্যুষিত এলাকায় আক্রান্ত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় রক্ষা

0
738

বঙ্গদেশ ডেস্ক: ভোটগ্রহণ শেষ হতেই মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বার্নপুরের রহমতনগর এলাকায় গিয়ে পৌঁছাতেই স্থানীয় মুসলিমদের রোষের মুখে পড়েন অগ্নিমিত্রা পাল। তার গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। শেষে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে উদ্ধারের জন্যে মাঠে নামে কেন্দ্রীয় বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ করে আক্রমণকারী জনতাকে ছত্রভঙ্গ করে দেয় কেন্দ্রীয় বাহিনী। 

আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নির্বাচনের দিন সকাল থেকেই প্রতিটি বুথে বুথে গিয়ে সরেজমিনে দেখে আসছিলেন। এসময় একটি বুথের ২০০ মিটার ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত টুপি পড়ে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বুথে বসায় তার বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। ২৩৯ নম্বর বুথে হানা দিয়ে তিনি হাতেনাতে পাকড়াও করেন বেশ কিছু তৃণমূল কর্মীকে। তারা বুথের ১০০ মিটার ভেতরে মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। 

বিষয়টি দেখে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদেরকে অবগত করে তাদেরকে পাকড়াও করার চেষ্টা করেন। তবে তিনি সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে জনা পঞ্চাশেক তৃণমূল কর্মী পালিয়ে যায় এবং ওই স্থান থেকে বেশ কিছু বুথ স্লিপ পাওয়া গিয়েছে। ভোটগ্রহণের শেষদিকে তিনি বার্নপুরের রহমতনগর এলাকায় গিয়ে আক্রান্ত হন। শেষে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তিনি ওই স্থান থেকে রক্ষা পান।