আগুন লাগার পরেও – ৪০

0
607

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩] – [৩৪] – [৩৫] – [৩৬] – [৩৭] – [৩৮] – [৩৯]

চল্লিশ

গাড়িতে বসে সফিকুল ড্রাইভারকে বললেন এসিটা চালিয়ে দিতে। খুব ভ্যাপসা গরম আজ।

কী বুঝছ, সৌমিত্র?”

অবস্থা খুব সুবিধের নয়। আর সুকুরকে হূণ খুন করলে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যেতে পারে। এলাকার মুসলিমদের মধ্যে ওর বেশ ভালো প্রভাব আছে।”

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo