শ্রীলঙ্কার ২০১৯ ‘সিরিয়াল ব্লাস্ট’, গ্রেপ্তার ইসলামিক নেতা বাথিউদীন

0
672

বঙ্গদেশ ডেস্ক – ২০১৯ এর ইস্টার রবিবারে শ্রীলঙ্কার উপরে নেমে আসে এক ভয়াবহ অভিশাপ, ‘সিরিয়াল বোম ব্লাস্ট’। এই আক্রমণ সম্পর্কিত তদন্তের গতি বাড়ানোর জন্য গত শনিবার, ২৪ শে এপ্রিল শ্রীলঙ্কা পুলিশ একজন শীর্ষ স্থানীয় মুসলিম নেতা এবং সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সাংসদ রিশাদ বাথিউদীন হলেন ‘অল সিলন মাক্কাল পার্টি’ -এর নেতা।

টাইমস নাউ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, পুলিশ তাকে এবং তার ভাই রিয়াজকে সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক আইন ‘পিটিএ’-এর অধীনে হেফাজতে নিয়েছে।

পুলিশের মুখপাত্র অজিথ রোহানা এক বিবৃতিতে বলেছেন, “পারিপার্শ্বিক পরিস্থিতিগত এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে পিটিএ’র আওতায় যারা এই হামলা চালিয়েছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই আত্মঘাতী হামলাকারীদের সঙ্গে এদের যোগাযোগ ছিল।”

সম্প্রতি শ্রীলঙ্কাতে ঘটা চরমপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জন্য ইসলামিক স্টেট বা আইএসআইএস এবং আল-কায়দা সহ ১১ টি কট্টরপন্থী ইসলামবাদী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিলো। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ শে এপ্রিল ২০১৯ তারিখে ইস্টার (খ্রীশ্চান উৎসব)-এর দিন ‘সিরিয়াল’ বোমা হামলায় ২৭৯ জন মানুষ মারা গিয়েছিলেন এবং আহত হয়েছিলেন কমপক্ষে ৫০০ জন।

ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর মূল সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা অনেকদিন ধরেই চলছিল। বোমা বিস্ফোরণের দ্বিতীয় বার্ষিকীতে শ্রীলঙ্কার রোমান ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল ম্যালকম অভিযোগ করেছিলেন, সরকার তদন্তকে আটকে রেখে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা হলেও, শ্রীলঙ্কার সাধারণ খ্রীশ্চান সম্প্রদায়ের মানুষ ইসলামিক হামলাকারীদের বিরুদ্ধে বিচারের আশা করতে শুরু করেছেন।