ভারতীয়র ব্রিটিশ বিজয়! ৫৯২ কোটিতে আইকনিক ‘স্টোক পার্ক’ কিনল রিলায়েন্স

0
644

বঙ্গদেশ ডেস্ক – সেই দিন গত হয়েছে যখন ব্রিটিশরা ভারতীয়দের উপরে ছড়ি ঘোরাত। এখন ব্রিটিশ বা ইংরেজ ব্র্যান্ডের মালিকানার দখল নিচ্ছে ভারতীয়রা। প্রায় ৩০০ একর এলাকা জুড়ে অবস্থিত একটি ‘ব্রিটিশ কান্ট্রি ক্লাব’; ব্রিটেনের সেই বিলাস বহুল কোম্পানির নাম ‘স্টোক পার্ক’। ৫৯২ কোটি টাকা মূল্যে সেটি কিনে নিল ‘রিলায়েন্স’, বকলমে মুকেশ অম্বানি।

কি নেই সেখানে! ভিতরে একটি বিলাসবহুল হোটেল, যেখানে কনফারেন্সের আয়োজন থেকে খেলাধুলার সুবিধা আছে, তার সঙ্গে রয়েছে ইউরোপের অন্যতম বৃহৎ গল্ফ কোর্স। তবে এটিই কিন্তু রিলায়েন্সের ‘ইংরেজ ব্রাণ্ড’ কেনার প্রথম প্রচেষ্টা নয়। এর আগে ২০১৩ সালে ব্রিটিনের অন্যতম নামী খেলনা প্রস্তুতকারক ব্রাণ্ড ‘হ্যামলেস’ কিনে নিয়েছিলেন মুকেশ অম্বানি।

প্রসঙ্গত উল্লেখযোগ্য আরেকটি বিষয় হল, জেমস বন্ডের দুটি ছবি ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪ তে মুক্তিপ্রাপ্ত) ও ‘টুমরো নেভার ডাইস’ (১৯৯৭ তে মুক্তিপ্রাপ্ত) এর শুটিং ‘স্টোক পার্ক’-এই হয়েছিলো।

ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব এবং বিলাসবহুল গল্ফ রিসর্টের মালিক এখন থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রির মুকেশ অম্বানি। ইউনাইটেড কিংডমের, বাকিংহামশায়ারে অবস্থিত এই বিলাসবহুল হোটেল এবং গল্ফ কোর্সটি রিলায়েন্সের ‘কনজিউমার এন্ড হসপিটালিটি’ বিভাগের সঙ্গে যুক্ত হ’ল বলে বৃহস্পতিবার সংস্থাটির তরফে জানানো হয়েছে।

এখানে রয়েছে আরামের সব ব্যবস্থা। ৪৯টি বিলাসবহুল বেডরুম, ২৭ হোলের সম্পূর্ণ গলফ কোর্স, ১৩ টি টেনিস কোর্ট এবং ১৪ একর বাগান। ১৯০৮ সাল পর্যন্ত এটিকে ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহার করা হত।