বিজেপি ৮০ টি আসন পাবে,তৃণমূল ক্ষমতায় আসছে- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশাবাদ 

0
843

বঙ্গদেশ ডেস্ক: সপ্তম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তম দফার নির্বাচনে ভোট দেওয়া পরে বিজেপির আসন প্রাপ্তি নিয়ে নিজের মতামত জানালেন। মুখ্যমন্ত্রীর ধারণা বিজেপি ৮০ টির মতো আসন পেতে পারে। ভোট দেওয়ার পরে তিনি মিনার্ভা থিয়েটারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রচারে যোগদান করেন। সেখানেই তিনি বিজেপি আসনপ্রাপ্তি নিয়ে তার এই আশাবাদ ব্যক্ত করেন। 

মুখ্যমন্ত্রী ইঙ্গিতে অভিযোগও করেছেন যে বিজেপিকে কেন্দ্রীয় বাহিনী সহায়তা করছে। কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় বিজেপি বেশিদূর যেতে পারবে না। তিনি জানান বিজেপি টেনেটুনে সর্বোচ্চ ৮০ টি আসন পাবে, এর চেয়ে বেশি পাবে। তৃতীয়বারের জন্যে তৃণমূল কংগ্রেসই রাজ্যের ক্ষমতায় আসছে। কমিশন বিজেপির হয়ে কাজ করার প্রমাণ তার কাছে রয়েছে, এমনটাও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে ২০১৯ এর মতো আর সহ্য করা হবে না। 

রাজ্যের করোনা সংক্রমণ বৃদ্ধির জন্যে তিনি নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে আরও বলেছেন যে বিজেপির মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন কাজ করছে। তিনি আরও অভিযোগ করেছেন যে ভোট হয়ে যাওয়ার পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হয়েছে। সেজন্যে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্যে তিনি কেন্দ্রীয় বাহিনীকেও দায়ী করেন।