হে পশ্চিমীদেশের মোডারেট মুসলমান

0
717

টু হুম ইট মে কনসার্ন:

ধইরা নেই আপনে দিন আনি দিন খাওয়া মোডারেট কোন মুসলমান যে কিনা পশ্চিমা কোন দেশে দুইটা পয়সার জন্য, একটু ভাল জীবনের জন্য মাটি কামড়াইয়া পইড়া আছেন।

আপনে কারো সাতেও থাকেন না পাঁচেও থাকেন না।

মোটামুটি রেগুলার মসজিদে গিয়া সালাত আদায় করেন – বিশেষত মাগরিব, এশা আর জুম্মা।

খুতবায় ইমামের কথা মন দিয়া শুনেন, কিছু মানেন আবার কিছু মানেন না মানে মানতে পারেন না মন থেইকা।

হুজুর যখন কয় ইসলাম শান্তির ধর্ম তখন আপনের গর্ব হয় আবার যখন হুজুর কয় কাফেরদের গর্দানে আঘাত করার কথা তখন আপনের হাসিখুশি শ্রীলংকান প্রতিবেশীর কথা মনে হয়, কল্পনাতেও ভাবতে পারেন না তাদের গর্দানে আঘাত করার কথা।

শুধুমাত্র রেগুলার মসজিদে যাওয়ার কারণেই আপনে প্রায় সবাইরেই মুখে হইলেও চিনেন।

আপনি জানেন করা রেগুলার তাবলীগের জামাত নিয়ে বিজি – তাদের দাওয়াত আপনের অগ্রাহ্য করতে হয় বৌ বাচ্চার মুখের দিকে তাকায়া।

আপনে জানেন কে সৌদি আরব থেইকা কুরআন হাদিস শিখা আইছে আর কে কুরআন হাদিস শিখতে যাইতাছে।

আপনে জানেন আপনের মসজিদের ইমাম বা মুয়াজ্জিনের পিছে পিছে অন্ধ ভক্তের মোট কোন ইয়াং পোলাপাইন গুলা সারাক্ষন গ্রূপ কইরা ঘুরতাছে।

আপনের নজরে পরে মাঝে মধ্যে এই পোলাপানগুলার মধ্যে থেইকা কয়েকজন হুট্ কইরাই গায়েব হইয়া যায়।

কেউ ফিরা আসে রোদে পোড়া চামড়া নিয়ে আবার কেউ ফিরা আসে নিউজ হইয়া।

আপনের মনের মধ্যে মিশ্র অনুভূতি তৈরী হয় এদের দেখলে, কখনো সন্মান আসে আবার কখনো বা ভয়।

আপনে জানেন বুঝেন এরা কোরান হাদিসের পথেরই লোক, আপনে জানেন আল্লার জন্য এরা কি করতে পারে।

সাথে এইটাও বোঝেন যে এই দুনিয়ায় এদের সঙ্গ আপনের জন্য নিরাপদ না।

এরা নিরাপদ না আপনের বৌ বাচ্চার জন্য, এরা নিরাপদ না আপনের পাড়া প্রতিবেশীর জন্য, ইনফ্যাক্ট এরা নিরাপদ না কারোর জন্যই।

আপনে জানেন আপনের মসজিদের কে খুন করতে পারে ব্রিটিশ সোলজাররে, কে খুন করতে পারে পুলিশ অফিসাররে আবার কে বোমা ফাটায় মাইরা ফেলতে পারে আপনের দুই বাচ্চার বয়েসী ছেলেমেয়েদের।

কিন্তু তারপরেও আপনি মুখ খোলেন না কারণ আপনে কারো সাত পাঁচে না থাকা সাধারণ এক মুসলমান যে কিনা দিন আনে দিন খায়, আপনি যাবেন না আপনার কমিউনিটির বিরুদ্ধে।

এর পরে যখন আসলেই একদিন আপনের মসজিদের পরিচিত একজন খুন করে কোন পুলিশ বা আর্মি ক্যাডেটকে বা কোন কনসার্টে বোমা ফাটায় খুন করে নিরীহ টিনেজারদের তখন আপনি চুপ থাকেন।

আপনে কি বোঝেন আপনের এই চুপ থাকার কারণেই এতগুলা মানুষ আজ মৃত?

আপনে কি বোঝেন এইসব খুনের দায়ভার যে কিছুটা হইলেও আপনের উপরে বর্তায়?

যদি বোঝেন তাইলে এর পর থেইকা আপনের মসজিদ বা কমুনিটির কাউরে সন্দেহজনক মনে হইলেই ইমারজেন্সি নাম্বারে কল দিয়া বা লোকাল পুলিশরে তা জানান।

আপনের একটা ফোন কলই হয়ত কোন না কোন সময় বাচাইবো অনেক মানুষের জীবন।

ফীচার: Now the End Begins