দুর্গাপুরের রাস্তায় বসে চপ ভেজে অভিনব পন্থায় প্রতিবাদ ও উপহাস স্থানীয় বিজেপির

0
697

বঙ্গদেশ ডেস্ক: একুশের নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির মাঠ এখন সরগরম। অভিযোগ -পাল্টা অভিযোগ, প্রতিশ্রুতি, সামাজিক কর্ম ইত্যাদির মাধ্যমে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্য অভিনব পন্থা অবলম্বন করছে রাজ্য বিজেপি। গত রবিবার দিন সকালে দুর্গাপুরে নিউটাউনশিপ থানার বি-১ মোড়ে বিজেপির একটি কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীতে রাজ্য সরকারের ব্যর্থতাকে উদ্দেশ্য করে বিজেপির অভিনব প্রতিবাদ ও উপহাস ধরা দিলো।

দুর্গাপুরের এই প্রতিবাদ কর্মসূচীর নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। রাজ্যের মানুষ ও উন্নয়নের স্বার্থে একুশে বিজেপির হাতে বঙ্গের দায়িত্ব তুলে দেওয়ার জন্য আহ্বান করেন বিজেপি নেতাকর্মীরা। এই সময়ে রাজ্যের বেকারত্ব ইস্যুকে উদ্দেশ্য করে মমতা সরকারকে উপহাস করার জন্য জেলা সভাপতির সাথে বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়ে চপ ভেজেছিলেন। এই অভিনব প্রতিবাদ ও উপহাস স্থানীয় মানুষের মাঝে বেশ সাড়া ফেলে দেয়। লক্ষ্মণ ঘোড়ুই এই প্রসঙ্গে বলেন যে, রাজ্যে কোন‌ও শিল্প নেই। ৩৪ বছরের বাম আমলে তারা শুধু শিল্প ধ্বংস করেছে আর গত ১১ বছরে শুধু শিল্পকে আটকে দিয়ে চপ ভাজার জন্য আহ্বান করা হচ্ছে।

শুধু রাস্তায় বসে চপ ভেজেই নয়, ওই এলাকার বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় দেশি মদ ঢেলেও প্রতিবাদ করেন। বর্তমানে রাজ্য সরকারের মুখ্য আয়ের পথ হলো মদের ব্যবসা। এছাড়া রাজ্য সরকারের আয়ের বড় কোন উল্লেখযোগ্য উৎস নেই। এদিকে রাজ্যে বেড়েই চলেছে বেকারত্বের হার, নেই কোনও নতুন শিল্প, নেই কোনও উদ্যোগ। এমতাবস্থায় বিজেপি নেতা-কর্মীরা তাই এই সকল অভিনব পন্থায় মমতা সরকারকে উদ্দেশ্য করে উপহাস ও প্রতিবাদ শুরু করেছে। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে মাঠে তুলে আনায় কার্যত চাপে মমতা সরকার। এবার জনমনে কারা স্থান করে নিয়েছে তা ভোটের মাঠেই প্রমাণিত হয়ে যাবে।