অবশেষে কাস্ত্রো তন্ত্র শেষ হতে চলেছে কিউবায়

0
743

বঙ্গদেশ ডেস্ক: কংগ্রেসের প্রথম দিনেই ৮৯ বছরের রাউল কাস্ত্রো ঘোষণা করেন, তিনি সরে দাঁড়াচ্ছেন দলের শীর্ষ পদ থেকে। এমনিতে গত বারের পার্টি কংগ্রেসেই তিনি জানিয়ে দিয়েছিলেন কংগ্রেসের নেতৃত্বে শেষবার দেখা যাচ্ছে সেই ‘ঐতিহাসিক প্রজন্ম’কে, যাঁরা ১৯৫৯ সালে আমেরিকা নিয়ন্ত্রিত একনায়কতন্ত্রের সমাপ্তি ঘটিয়ে বাম বিপ্লব এনেছিলেন। সেই কথা রেখে এবারের কংগ্রেসের শুরুতেই দলের শাসনভার ছেড়ে দিলেন তিনি।শুক্রবার থেকে কিউবায় শুরু হয়েছে পার্টি কংগ্রেস। প্রতি পাঁচ বছর অন্তর এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। দলের সবথেকে গুরুত্বপূর্ণ এই বৈঠকে পরবর্তী পাঁচ বছরের নীতি ও নেতৃত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরিবর্তনের হাওয়া কিউবায় । শেষ হতে চলেছে ছয় দশকের কাস্ত্রো জমানা। শাসক কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ ছেড়ে দিলেন রাউল কাস্ত্রো ।দাদা ফিদেল ও ভাই রাউলের পর এবার মিগুয়েল ডিয়াজ-ক্যানেলের হাতে দলের শাসনভার। প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ অক্টোবর থেকে দেশের প্রেসিডেন্ট পদে রয়েছেন মিগুয়েলই। এবার তাঁর হাতেই দলের নিয়ন্ত্রণ। কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ ফার্স্ট সেক্রেটারির দায়িত্ব শনিবারই তাঁর হাতে তুলে দেবেন রাউল।