বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপনে সাহসিকতার প্রশ্ন তুলে মোদীকে খোঁচা রাহুলের

0
454

বঙ্গদেশ ডেস্ক: আজ, বুধবার ৫০তম বিজয় দিবস । ১৯৭১ সালে এদিনই পাকিস্তানকে দুরমুশ করে যুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই যুদ্ধে ভারতীয় সেনার পরাক্রমকে এদিন শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ তাবড় তাবড় রাজনৈতিক নেতৃত্ব। তবে এই ঐতিহাসিক দিনটিও রাজনীতিমুক্ত রাখলেন না কিছুজন।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রকে খোঁচা দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইটারে লিখেছেন, “বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা। পাশাপাশি ভারতীয় সেনার বিক্রমকে স্যালুট। এই ঐতিহাসিক ঘটনা সেই সময়কার, যখন প্রতিবেশী দেশের মানুষ ভারতীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা, ভরসা ও বিশ্বাস রাখতেন। ভারতের সীমানা পার করতে শত্রুরা ভয়ে কাঁপত।” বলাই বাহুল্য লাদাখ সীমান্তে চীনা আগ্রাসনকে কেন্দ্র করে নাম না করে প্রধানমন্ত্রীকেই কটাক্ষ করেছেন রাহুল।

এদিন সকালে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে হাজির ছিলেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যুদ্ধজয়ের প্রতীক হিসেবে ‘স্বর্ণ বিজয় মশাল’ প্রজ্বলন করেন প্রধানমন্ত্রী। সেখানে রয়েছে আরও চারটি মশাল। ভারত-পাক যুদ্ধজয়ের স্বর্ণজয়ন্তী উপলক্ষে ওই মশালগুলি নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্নপ্রান্তে। জানা গিয়েছে, ১৯৭১ সালের যুদ্ধে পরমবীর চক্র ও মহাবীর চক্র প্রাপকদের গ্রামেও নিয়ে যাওয়া হবে ওই মশাল।

১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। এই যুদ্ধজয় বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়তা করে। ঘোষণা করা হয়েছে, স্বর্ণ বিজয় বর্ষ হিসেবে পালিত হবে গোটা বছরটি। এদিন তার বিশেষ লোগো প্রকাশ করেছেন প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং। টুইটারে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন, “১৯৭১ সালে ভারতীয় সেনার পরাক্রম বিশ্বের মানচিত্র এক বিরাট রদবদল ঘটিয়েছিল। এই দিনটি ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে।”