মমতাকে নকল করে বাংলায় ভোটে জিততে বদ্ধপরিকর বিজেপি! কটাক্ষ সদ্য তৃণমূলী সায়নীর

0
638

বঙ্গদেশ ডেস্ক:- ইতিমধ্যে বাংলায় আট দফায় ভোট ঘোষণা হয়ে গিয়েছে। শুধুু বাংলায় নয় দেশের আরও চার রাজ্যেও নির্বাচন হবে। কিন্তু প্রচারের সমস্ত আলো কেড়ে নিয়েছে বঙ্গ বিধানসভা নির্বাচন। বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি নেতারা। অন্যদিকে তৃণমূল‌ও একচুল জমি ছাড়তে রাজি নয়।

তাই বাংলা নির্বাচন যে হাইভোল্টেজ হতে চলেছে তা সহজেই অনুমেয়। বাংলা‌ও হয়তো এমন নাটকীয় নির্বাচন’ আগে কখনও চাক্ষুষ করেনি।

একাধিক বড় বড় নেতার দলবদল ইতিমধ্যে প্রতক্ষ্য করেছে রাজ্যবাসী। শিল্পীমহলে গেরুয়া-সবুজ রংয়ের খেলা সব‌ই বঙ্গ রাজনীতিকে প্রথমবারের মত এত প্রভাবিত করেছে।

একদল ঝুঁকছে পদ্ম শিবিরে তো অন্য দল ঘাসফুল শিবের। কিছুদিন আগেই হুগলির সাহাগঞ্জেরসভায় রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃনমূল শিবিরে যোগদান করেছেন। অন্যদিকে আবার পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, যশ, কৌশিক রায় প্রমুখ তারকা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।

এই তারকারাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির ময়দানে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।যেমন একসময় তৃণমূলের তীব্র সমালোচনা করা বাম সমর্থক সায়নী ঘোষ‌ এখন পাল্টি খেয়ে তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পঞ্চমুখ।

সম্প্রতি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দু’দিন আগেই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে পৌঁছান।

তারপরই বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানি স্কুটি চালিয়ে রাজ্যে প্রচারে বেরোন। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপিকে বিঁধলেন সদ্য তৃনমূলী সায়নী ঘোষ। মমতা এবং স্মৃতি ইরানির স্কুটি চালানর ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে টুইট করেছেন সায়নী ঘোষ। তিনি লেখেন, “আপনার সবচেয়ে বড় সমালোচক শেষপর্যন্ত আপনার পদক্ষেপ নকল করছে।”

সায়নীর দাবি, বিজেপির নিজস্বতা বলতে কিছুই নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার বাংলার মসনদে বসতে চাইছে বিজেপি!