পাকিস্তান, চীন যৌথ অপারেশন হলে প্রস্তুত রয়েছে ভারতও: জেনারেল বিপিন রাওয়াত

0
532

বঙ্গদেশ ডেস্ক: পূর্ব লাদাখে যেন চীনের সঙ্গে সীমান্ত বিবাদ যেন মিটতেই চাইছেনা৷ বারবার অশান্তি তৈরি করছে চীন। এই পরিস্থিতির সুযোগ নিতে পারে পাকিস্তান। এমন মনে করেই পড়শি পাকিস্তানকে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

এদিন ভারত-আমেরিকা নয়া চ্যালেঞ্জ বিষয়ক একটি সেমিনারে বক্তব্য পেশ করতে গিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন যে কোনোরকম আগ্রাসন দেখালে বড়সড় ক্ষতির মুখে পড়বে পাক সেনা। তিনি বলেন, ‘এমন সম্ভাবনা আছে যে একসঙ্গে উত্তর ও পশ্চিমপ্রান্তে হামলা করল চীন ও পাকিস্তান। সেক্ষেত্রে দুই দিক দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে যথেষ্ট সক্ষম ভারতীয় সেনা। এক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট নির্মানের মাধ্যমে দ্বিফলা আক্রমণ প্রতিহত করবে সেনা।’

এদিন বৈঠকে প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ বোঝাপড়ার প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য রাখেন রাওয়াত৷ চারদেশীয় কোয়াডের প্রশংসাও করেন তিনি। তবে এদিন নিজের বক্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে চীনের সঙ্গে লাদাখে অশান্তির ফলে পশ্চিম প্রান্ত থেকে ভারত যে নজর সরিয়ে নিয়েছে, তা একেবারেই নয়।

প্রসঙ্গত, সম্প্রতি প্যাংগং হ্রদের দক্ষিণ প্রান্ত ও উত্তর প্রান্ত দখল করে নিয়েছে ভারতীয় সেনা। দুইদেশের মধ্যে এখনো চাপা উত্তেজনা বর্তমান৷ সেনাবাহিনীর অফিসারদের মধ্যে বৈঠক হলেও তা ব্যর্থ হয়েছে। কোনোপক্ষই নিজের জায়গা থেকে নড়তে রাজি নয়৷ এদিন সেনাপ্রধান নারাভানে নিজে লাদাখ গিয়েছেন পরিস্থিতির তদারকি করতে৷