বন্ধ ইণ্টারনেট পরিষেবা, হিংসার করাল গ্রাসে পাকিস্তান

0
720

বঙ্গদেশ ডেস্ক – ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার সেই দেশের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো মেসেজিং অ্যাপ্লিকেশনগুলি সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা অবধি পাকিস্তান জুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে ‘দ্যা ডন’ সহ একাধিক পাকিস্তানি মিডিয়া জানিয়েছে।

পাকিস্তানের আইন-শৃঙ্খলা ব্যবস্থার ক্রমশ অবনতি হচ্ছে, সেই পরিস্থিতির মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞার সঙ্গে এমন খবরও প্রকাশিত হয়েছে যে, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টি এল পি) শুক্রবার জুমার নামাজের পরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।

বুধবার পাকিস্তান সরকার, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) -কে নিষিদ্ধ করার কথা ঘোষণা করে। তাদের সমর্থক এবং সদস্যরা সোমবার দলের প্রধান সাদ হুসাইন রিজভিকে গ্রেপ্তারের পর থেকে হিংস্রভাবে প্রতিবাদ করে চলেছে।

পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পেম্রা (PEMRA), সেই দেশের সমস্ত টিভি চ্যানেলকে, অধুনা নিষিদ্ধ কট্টরপন্থী এই ইসলামপন্থী সংগঠনের কোনও খবর সরবরাহ করা থেকে বিরত রেখেছে।

পাকিস্তানে গত কয়েকদিন ধরে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়েছে। এর কারণ, টিএলপি নেতা সাদ হুসেন রিজভী রবিবার একটি ভিডিও বার্তার মাধ্যমে তাঁর অনুসারীদের কাছে আহ্বান জানান, তাদের দলের দাবি মানা না হলে প্রতিবাদ করা হোক এবং সরকারের বিরুদ্ধে হামলা করারও নির্দেশ দেন। দেশব্যাপী বিক্ষোভের এই আহ্বানে সাড়া দেওয়ায় লাহোরের ওয়াহাদাত রোডে দুপুর ২ টোর দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টিএলপি দাবি করে আসছে যে মুহাম্মাদের ছবি আঁকায় এবং কার্টুন প্রকাশের জন্যে, ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা উচিত। এরফলে পাকিস্তানে এখন গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।