কেরলে বামপন্থীদের অত্যাচারে ইসলাম গ্রহণ করতে বাধ্য হচ্ছেন দলিত মহিলা

0
1312

বঙ্গদেশ ডেস্ক:- কেরলের বামপন্থী সরকারের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষের আওয়াজ উঠলো। অপইন্ডিয়ার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কেরলের কান্নুরের বাসিন্দা চিত্রলেখা নামের এক মহিলা বামপন্থীদের দ্বারা উৎপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন। চিত্রলেখা জাতিগত বিদ্বেষের শিকার, এটাই মুখ্য অভিযোগ। জানা গিয়েছে, চিত্রা লেখা একজন দলিত মহিলা অটোচালক। তিনি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেছেন।

চিত্রলেখা দাবি করেছেন, যে তিনি কেরলের কমিউনিস্ট শাসক দল দ্বারা অত্যাচারিত ও নিপীড়িত। ১৬ নভেম্বর চিত্রা লেখা ফেবুকে পোস্ট দিয়ে জানান তিনি ইসলাম কবুল করবেন। মহিলা গুরুতর অভিযোগ তুলে বলেছেন যে জাতিগতভাবে ওনার ওপর অত্যাচার করা হয়েছে এবং উনি আইনের ওপর ভরসা রাখতে পারছেন না। আদালতের কাছ থেকে ন্যায় পাওয়ার সমস্ত আশা তিনি ছেড়ে দিয়েছেন।

চিত্রলেখা একথাও লিখেছেন, উনি দীর্ঘ ২০ বছর ধরে সম্পূর্ণ একা সিপিএমের জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে সংঘর্ষ করে চলেছেন তবে আর তিনি আর সহ্য করতে পারছেন না। তাই উনি বাধ্য হয়ে নিজের দলিত পরিচয় ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করতে চলেছেন ।

চিত্রলেখা জানিয়েছেন, সিপিএম কর্মীরা ওনার কাজে বাধাদান করেছিল। ওনার অটো রিকশা জ্বালিয়ে দিয়েছিল।আর এই সবকিছু শুধুমাত্র জাতিগত বিদ্বেষের জন্য‌ই করা হয়েছে বলে তার অভিযোগ। তিনি বারবার বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগের তীর নিশানা করেছেন।