খুলছে কফিহাউস, উঠছে দীঘা ভ্রমণের নিষেধাজ্ঞা

0
375

বঙ্গদেশ ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপে সবথেকে বেশি ক্ষতি হয়েছে যে কয়টি ক্ষেত্রে তার মধ্যে অন্যতম পর্যটন শিল্প। পর্যটন শিল্পের মূল ভাবনাই হলো একজনের আনন্দের অর্থে অপরজনের পেটের ভাত জোটে। করোনাভাইরাস বিশ্বজুড়ে সবার মনের আনন্দ পাকাপাকিভাবে ধূলিসাৎ করে দিয়েছে তাহলে যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তাদের ভাত জুটবে কিভাবে?

সমুদ্র ও পাহাড় তীরবর্তী অঞ্চলের লোকজনের প্রধান জীবন ও জীবিকাই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। তাই গত তিন মাসে পর্যটন ক্ষেত্রে বন্ধ থাকায় লজ, হোটেল বিশেষ করে হোমস্টে গুলির মালিকদের প্রানান্তকর অবস্থা হয়ে যাচ্ছিলো। এমন অবস্থা থেকে কিছুটা স্বস্তি দিতে ব্যক্তিগত গাড়ি নিয়ে পর্যটনে ছাড় দিতে চলেছে রাজ্য সরকার। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী ১ লা জুলাই থেকেই খুলে যাবে দীঘা দার্জিলিং।

তবে দলবেঁধে পর্যটন ও পিকনিকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আগের মতই থাকবে।পারিবারিক পর্যটনের ক্ষেত্রেও একাধিক নিয়মকানুন রাখা হচ্ছে । এর মধ্যে উল্লেখযোগ্য সব জায়গায় স্যানিটাইজার ব্যবহার ,গাড়ি স্যানিটাইজ করার ব্যবস্থা । সমস্ত ঘরের ৫০% বুকিং করা যাবে বাকি ঘরগুলিতে প্রতিদিন স্যানিটাইজ করে রোটেশন করতে হবে।

এদিকে আড্ডাপ্রিয় বাঙালির মনখারাপ কফিহাউস বন্ধ বলে। বইপাড়া আংশিকভাবে খুললেও বন্ধ কফিহাউস। এ নিয়ে আক্ষেপ বাড়ছিলো নাগরিক সমাজে। সেই সূত্রেই কফিহাউস বোর্ডের পরিচালন সমিতি আলোচনায় বসেছিলো।তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জুলাই মাসের প্রথম সপ্তাহেই খুলতে পারে কফিহাউস।