বাবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা প্রণব-কন্যার

0
849

বঙ্গদেশ ডেস্ক: নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন মস্তিষ্কের জটিল অস্ত্রোপচারের জন্য৷ অস্ত্রোপচারের আগেই তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় যে তিনি কোভিড পজিটিভ৷ আর অস্ত্রোপচারের পর থেকেই তাঁর অবস্থা সংকটজনক৷

ভেন্টিলেশনে রয়েছেন৷ এই পরিস্থিতিতে গত দুইদিন ধরে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য প্রার্থনা চলছে সর্বত্র৷ এবার বাবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তাঁর কন্যা শর্মিষ্ঠা চক্রবর্তী৷ কংগ্রেসের এই নেত্রী জানিয়েছেন, তাঁর বাবার জন্য সবচেয়ে ভালো যেটা, সেটাই জন্য ঈশ্বর করেন৷

বুধবার তিনি ট্যুইটারের মাধ্যমে তাঁর এই প্রার্থনা প্রকাশ্যে এনেছেন৷ একই সঙ্গে ওই ট্যুইটে কংগ্রেসের এই নেত্রী গত বছরের ৮ অগস্ট প্রণববাবু ভারতরত্ন পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন৷ প্রণববাবুর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার দিনটি তাঁর কাছে সবচেয়ে সুখের দিন বলে বর্ণনা করেছেন শর্মিষ্ঠা৷

লিখেছেন, ঠিক এক বছর পরই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়লেন৷ ওই ট্যুইটে ঈশ্বরের কাছে যেমন তিনি বাবার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন৷ পাশাপাশি নিজের জন্য শক্তি চেয়েছেন৷ জীবনে আনন্দ বা কষ্ট যাই আসুক, সবটা যেন তিনি সমান ভাবে গ্রহণ করতে পারেন৷ সেই কারণেই শক্তি চেয়েছেন প্রণব-কন্যা৷

একই সঙ্গে তাঁর বাবার আরোগ্য কামনায় যাঁরা খোঁজ নিচ্ছেন, প্রার্থনা করছেন, প্রত্যেককে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷ নয়াদিল্লির সেনা হাসপাতাল সূত্রে খবর, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটজনক৷