হিন্দুদের ওপর ফতোয়ার প্রতিবাদে ঢাকায় ধুতি মিছিলে হাঁটলেন হিন্দু যুবকরা

0
707

বঙ্গদেশ ডেস্ক:গত ১৮ ই ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার বাইতুল মোকাররম মসজিদের সামনে এক সমাবেশ থেকে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হুমকি-ধমকি দিয়েছে ইসলামী মৌলবাদী সংগঠন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ( চরমোনাই) সিনিয়র নায়েবে আমীরসহ নেতৃবৃন্দ। হিন্দু পুরুষদের ধুতি এবং হিন্দু নারীদের সিঁদুর পরতে না দেওয়ার হুমকির প্রতিবাদে রাজপথে হিন্দু যুবকরা ধুতি মিছিলের আয়োজন করে।বাংলাদেশ হিন্দু ছাত্র যুব মহাজোটের তরফে ঢাকায় এই মিছিল করা হয়।

উল্লেখ্য, সেই সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ( চরমোনাই) সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুফতি ফজলুল করীম বলেছেন, বাংলাদেশে কোন‌ও হিন্দুর পড়নে ধুতি থাকতে পারবে না, পৈতা গলায় ঝুলবে না, মাথায় সিঁদুর দিয়ে রাস্তায় হাটতে দেয়া যাবে না, এটা মুসলমানের দেশ। এদেশে কথা হিসেব করে বলতে হবে। কন্ঠ কিভাবে স্তব্ধ করে দেওয়া যায় তা মুসলমানরা জানে।

সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুফতি ফজলুল করীম বলেছে, ভারত হিজাব নিষিদ্ধ করেছে। ভারতে মুসলিম মেয়েদের বোরখা পরে বিদ্যালয়ে আসতে দেওয়া হচ্ছেনা। তাই আমরা সকল মুসলিম একত্রে আন্দোলনে ঝাপিয়ে পড়ব।তিনি আরও বলেন, ভারত বোরখা নিষিদ্ধ করেছে। অথচ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান। ব্রিটিশরা মুসলমানদের হাত থেকে ভারত দখল করেছে। কোন‌ও হিন্দু বা খ্রিস্টানদের হাত থেকে নয়। যেহেতু মুসলমানদের থেকে ব্রিটিশরা ভারত দখল করেছিল তাঈ হিন্দুদের হাত থেকে আমাদের ভারত দখল করতে হবে ইনশাল্লাহ।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে হিজাব নিষিদ্ধ হয়নি। ধর্মীয় পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আদালত ধর্মীয় পোষাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না বলে জানিয়েছে।