নিউ টাউনের কোচপুকুরে মিলল প্রত্নসামগ্রী, কলকাতার ইতিহাস পিছিয়ে গেল অন্তত হাজার বছর

0
625

বঙ্গদেশ ডেস্ক:কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধ্যাপকেরা কিছুদিন আগে নিউ টাউনের কোচপুকুর এলাকার একটি ঢিবি থেকে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে উঠে এসেছে নানা প্রশ্ন। উপনগরী নিউ টাউনে কি এক-দু’হাজার বছর আগেও কোনও মানববসতি ছিল? অথবা, বর্তমানের পূর্ব কলকাতা জলাভূমিও কি সুদূর অতীতে ছিল জমজমাট জনপদ? গবেষকরা মনে করছেন, কলকাতা যে জব চার্ণক প্ৰতিষ্ঠা করেননি তা আবারও প্রমাণিত হতে চলেছে।বিশেষজ্ঞেরা জানিয়েছেন, কোচপুকুর এলাকার ওই ঢিবি থেকে বেশ কিছু মৃৎপাত্র পাওয়া গিয়েছে। প্রাথমিক পরীক্ষায় জানা গিয়েছে, আদি মধ্যযুগ বা এক হাজার থেকে দু’হাজার বছর আগের নিদর্শন ওই মৃৎপাত্রগুলি। এ বিষয়ে নিশ্চিত হ‌ওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা করছেন তাঁরা।

নিউ টাউনের কোচপুকুরের ওই ঢিবি এক সময়ে বিদ্যাধরী নদীর কাছাকাছি ছিল বলে জানিয়েছেন গবেষকেরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, “বিদ্যাধরী নদীর তীরবর্তী চন্দ্রকেতুগড় থেকে এরকম প্রত্নসামগ্রী আমরা এর আগেও পেয়েছি। চন্দ্রকেতুগড় কোচপুকুর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে কোথাও। সেই সময়কালে সম্ভবত বিদ্যাধরী কোচপুকুরের কাছাকাছি দিয়ে বয়ে যেত। ফলত কোচপুকুরে ওই ঢিবির মধ্যে থেকে যেসব প্রত্নসামগ্রী পাওয়া গিয়েছে সেগুলো এক-দু’হাজার বছর আগের কোনও জনবসতির হতেই পারে।

কৌশিকবাবু বলেছেন, এই প্রথম নয়, এর আগেও দমদমের ক্লাইভ হাউসেও এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। এ বিষয়ে গবেষণার জন্য কোচপুকুরের ওই ঢিবির আশপাশের এলাকায় আরও খনন করা দরকার। উদ্ধার করা ওই প্রত্নসামগ্রী ঠিক কতটা প্রাচীন, তা জানার জন্য পরীক্ষাগারে সেগুলির ‘রেডিয়োকার্বন ডেটিং’ করতে হবে।

দমদম, রাজারহাট, সল্টলেকের ইতিহাস নিয়ে চর্চা করেন এমন একটি সংস্থা, ‘দেশকাল’-র সদস্য শ্যামল ঘোষ ও মৌমিতা সাহা জানিয়েছেন, আজকের সল্টলেক আগে ‘লবণ হ্রদ’ নামে পরিচিত ছিল, সেই ইতিহাস ঘাঁটতে গিয়েই কোচপুকুরের এই ঢিবির সন্ধান পেয়েছেন। ঢিবি খুঁড়তেই গিয়েই প্রত্নসামগ্রীগুলি পাওয়া যায়। তার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগ ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। শ্যামলবাবু বলেছেন, এক সময়ে দমদম, রাজারহাট,
নিউ টাউন ও ভাঙড় মিলিয়ে নদীকেন্দ্রিক কোনও জনপদ ছিল। হয়তো মাটির গর্ভে যা চাপা পড়ে রয়েছে এখনও।