দীপাবলীতে শব্দবাজির নিষেধাজ্ঞা, কিন্তু ক্রিসমাস ও নিউ ইয়ারে বাজি পোড়ানোয় অনুমতি NGT-র

0
781

বঙ্গদেশ ডেস্ক:- দেশে করোনার মহামারির বিভীষিকাময় পরিস্থিতি আর দূষণের কথা মাথায় রেখে National Green Tribunal (NGT) শব্দবাজি পোড়ানোয় অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল। NGT পরিস্কার ভাষায় উল্লেখ করেছিল যে, দিল্লী-এনসিআর সমেত গোটা দেশে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি অটুট থাকবে। NGT বলেছিল যে, যে সমস্ত রাজ্য বা শহরে হাওয়ার কোয়ালিটি খারাপ সেখানে কড়া ভাবে এই আইন জারি করতে হবে।

উল্টোদিকে, এই NGT ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য দেশের সেই সমস্ত সতর্কিত এলাকায় রাত ১১.৫৫ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, NGT-র পূর্ব নির্দেশে বলা হয়েছিল, সার্বজনীন স্থল,আর কোনও বিয়েতে বাজি পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও বাজি বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করেছিল গ্রিন ট্রাইবুনাল।

গত মাসে দীপাবলির আগে NGT ৯ নভেম্বর বাজি কেনা-বেচা সহ বাজি ব্যবহারে সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল। NGT-এর তরফ বলা হয়েছিল এই নিষেধাজ্ঞা ৩০ নভেম্বর পর্যন্ত জারি ছিল। এই মুহূর্তে দিল্লী-এনসিআর’এ করোনা প্রাদুর্ভাব দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় এই নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

দীপাবলির ঠিক আগে দিল্লী সরকার এই বড় সিদ্ধান্ত গ্রহণ করেছিল। দিল্লী সরকার দিল্লী-এনসিআরে ৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শব্দবাজি পোড়ানো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করে দিয়েছিল। এমনকি গ্রিন ক্র্যাকার্সের বিক্রিতেও অটুট ছিল নিষেধাজ্ঞা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে, দিল্লীকে দূষণের প্রকোপ থেকে বাঁচাতে এই কঠিন পদক্ষেপ গৃহীত হয়েছে।

বিজেপির নেতা মেজর সুরেন্দ্র পুনিয়া NGT-র নয়া সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি সরাসরি NGT-কে কটাক্ষ করে ট্যুইট করেছেন, ‘বাহ্ দারুণ NGT! ক্রিসমাস আর নিউ ইয়ার উদযাপনে রাত ১১.৫০ থেকে ১২.৩০ পর্যন্ত বাজি পোড়াতে পারব। কারণ ওই সময় বায়ুদূষণ ও শব্দদূষণ হবে না। অথচ দীপাবলীতে NGT-র আদেশ অমান্য করায় ৮৫০ জনকে গ্রেফতার করা হয়েছিল। মাই লর্ড, এই বৈজ্ঞানিক আবিস্কারের জন্য কোনও নোবেল পুরস্কার আপনি পাবেন না?”

এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। নেটিজেনদের অনেকেই ক্ষুব্ধ। ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ বলেছে, ‘দীপাবলি যেহেতু হিন্দু ধর্মীয় উৎসব তাই সেখানে নিষেধাজ্ঞা জারি করতে হবে কারণ দূষণ একমাত্র দীপাবলীতেই হয়। অপরদিকে ক্রিসমাস ও নিউ ইয়ার যেহেতু হিন্দু ধর্মীয় উৎসব নয় তাই এই দুই উৎসবের মাধ্যমে কোনভাবেই দূষণ সম্ভব নয়! বাহ্ NGT বাহ্!’