DRDO: ভূমি থেকে আকাশে শত্রু বিনাশকারী আকাশ এনজি মিসাইলের সফল উৎক্ষেপণ

0
709

বঙ্গদেশ ডেস্ক – ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) -র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও সোমবার উচ্চ-ম্যানুভার করতে সক্ষম এমন মিসাইল পরীক্ষা করেছে। দেশের বিমানবাহিনীকে আক্রমণ করতে পারে এমন থ্রেটকে সফলভাবে নিষ্ক্রিয় করতে ভূপৃষ্ঠ থেকে বায়ুতে আক্রমণকারী, নিউ জেনারেশন আকাশ-এনজি মিসাইল ব্যবহৃত হবে।

“ডিআরডিও গতকাল ওড়িশার উপকূলে পরীক্ষা কেন্দ্র থেকে প্রথম আকাশ-এনজি (নতুন জেনারেশন) মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে। আকাশ-এনজি একটি নতুন প্রজন্মের সার্ফেস-থকে-এয়ার মিসাইল যা হাই অল্টিচিউডে হামলা করার লক্ষ্যে আইএএফ দ্বারা ব্যবহৃত হবে।” ডিআরডিও-র এক বিবৃতিকে উদ্ধৃত করে ডিফেন্স নিউজ তাদের রিপোর্টে এই খবর উল্লেখ করেছে।

এতে আরও বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি যথাযথভাবে পূর্বনির্ধারিত টেস্ট প্যারামিটারের সাথে সামঞ্জস্য রেখে লক্ষ্যটিকে ইন্টারসেপ্ট করেছিল। তার সঙ্গে লঞ্চটি ট্র্যাজেক্টোরির সময়েও হাই ম্যানুভারেবিলিটি দেখিয়েছিল। “কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের পারফরম্যান্স, উড়োজাহাজের এভিওনিক্স এবং এয়ারোডাইনামিক কনফিগারেশনগুলি সফলভাবে যাচাই করা হয়েছে,” বলেও ডিআরডিও জানিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষাটি দেশের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে এসেছিল বলে এর সাফল্য আরও গুরুত্বপূর্ণ।

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ডিআরডিওর ২ টি ট্যাবলোও ছিল। ডিআরডিও-র একটি ট্যাবলোতে ২০২০ সালে বিমান বাহক পোত আইএনএস বিক্রমাদিত্যর ডেক থেকে হালকা যুদ্ধ বিমান তেজাসের সফল উড়ান গ্রহণের কথা চিত্রিত হয়েছে। অন্যটি অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল সিস্টেমের সাফল্য প্রদর্শন করেছে। একেরপর এক সাফল্য ডিআরডিও কে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে এবং সাহসী পরিকল্পনা করতে সাহায্য করবে।