ব্রেন‌ওয়াশের মাধ্যমে হিন্দু থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত করার চক্রের হদিশ মধ্যপ্রদেশে

0
960

বঙ্গদেশ ডেস্ক:- মধ্যপ্রদেশের ইন্দোরে ধর্মান্তকরণের এক চক্রের হদিশ পাওয়া গিয়েছে। এর ফলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি মধ্যপ্রদেশের ভবরকুয়া এলাকার। সেখানে কয়েকশো লোককে জোরজবরদস্তি ধৰ্মান্তকরণের চেষ্টা করা হয়েছে। প্ৰাপ্ত তথ্য অনুযায়ী, আর্নল্ড রিলিজিয়াস সেন্টারে কয়েকশো হিন্দুকে প্রলোভনের ফাঁদে ফেলে ডাকা হয়েছিল এবং তাদের ধৰ্ম পরিবর্তন করা হয়।

খবর কানে আসতেই ঘটনাস্থলে বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের কার্যকর্তারা পৌঁছে যায়। বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের কার্যকর্তারা ধর্মান্তকরণ আটকে দেয়। একই সাথে কার্যকর্তারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। ভবরকুয়া থানা এলাকার ইন্দ্রপুরি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর। সেখানে গোপনে ১৫০ বেশি হিন্দুকে ক্রিষ্টান ধর্মে ধর্মান্তরকরণের জন্য কুপ্রচেষ্টা চালানো হয়েছিল।

এই খবর হিন্দু সংগঠনগুলির কাছে পৌঁছাতেই তারা কড়া অ্যাকশন মোডে মাঠে নেমে পড়ে। হিন্দু সংঠনের কর্মীরা আর্নল্ড রিলিজিয়াস সেন্টারে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। অভিযোগ ১৫০ জন হিন্দু ব্যক্তির ধৰ্ম পরিবর্তন করার কাজ এই সেন্টারে চলছিল। গরিব হিন্দুদের প্রলোভন দেখিয়ে এই সেন্টারে আনা হয়েছিল এবং ব্রেন ওয়াশ করা হচ্ছিল এবং হিন্দু ধর্মের নামে কুৎসা ছড়ানো হচ্ছিল।

যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সংস্থার ফাদার জমেন বলেছেন এটা কমিউনিকেশন সেন্টার এবং ধৰ্মান্তকরণের সাথে এই সংস্থার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে পুলিশ এই ঘটনায় উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। প্রসঙ্গত, ধর্মান্তকরণ এর জন্য বিশ্বের খ্রিষ্টান দেশগুলি থেকে মোটা টাকা ফান্ডিং পাঠানো হয় যা খ্রিস্টান মিশনারি ও NGO এর হাত ধরে সঞ্চালিত হয় বলে বার বার অভিযোগ সামনে এসেছে।