সুশান্তর মৃত্যুতে অর্থ তছরূপের তদন্ত করতে চায় ED

0
396

বঙ্গদেশ ডেস্ক: আরও বিপাকে পড়তে পারেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী৷ তাঁর বিরুদ্ধে এবার তদন্ত শুরু করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ বিহার পুলিশের কাছে সুশান্তর বাবা কেকে সিং রিয়ার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তাতেই অর্থ তছরূপের বিষয়টি ছিল৷

তা নিয়েই এবার তদন্ত করতে চায় ইডি৷ সেই কারণে বৃহস্পতিবার কেন্দ্রীয় এই আর্থিক তদন্তকারী সংস্থার তরফে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ বিহার পুলিশকে এক চিঠিতে তারা জানিয়েছে যে বিষয়টি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় পড়ছে৷ সেই কারণেই তারা এ নিয়ে তদন্ত করতে চাইছে৷

গত ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত৷ তাঁর মৃত্যুতে বলিউডে স্বজনপোষণের অভিযোগে অনেকে সরব হন৷ মুম্বই পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখেই তদন্ত চালাতে থাকে৷ মহেশ ভাট, সঞ্জয়লীলা বনশালী, আদিত্য চোপড়ার মতো হেভিওয়েটরা পুলিশি জেরার মুখে পড়েন৷

পটনার আদালতে করণ জোহর, একতা কাপুর ও সলমন খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়৷ কিন্তু সুশান্তর পরিবারের তরফে কোথাও কোনও অভিযোগ প্রথমে করা হয়নি৷ দেড় মাস পর গত মঙ্গলবার সুশান্তর পরিবারের তরফে পটনার রাজীবনগর থানায় সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷

তাঁর বিরুদ্ধে অর্থ তছরূপ-সহ একাধিক অভিযোগ রয়েছে ওই এফআইআরে৷ তা নিয়েই তদন্ত করতে চায় ইডি৷ এদিকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই অভিনেত্রী৷ সংবাদ সংস্থা এএনআই বুধবার রিয়ার আইনজীবীকে উদ্ধৃত করে জানায় যে সুশান্তের বাবার তরফে যে অভিযোগ পটনায় দায়ের হয়েছে, তার তদন্ত মুম্বইয়ে সরিয়ে আনার আবেদন করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রিয়া৷