রাজ‍্যে রাজ‍্যে উপনির্বাচনে বিজেপির জয় কি করোনা পরিস্থিতি মোকাবিলায় সাফল্যের শংসাপত্র?

0
511

বঙ্গদেশ ডেস্ক:- বিহারের বিধানসভা নির্বাচনের পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভার ৭৭টি আসনে উপনির্বাচন হয়েছিল। আজ বিহারের পাশাপাশি সেইসব উপ নির্বাচন কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে পুরোদমে। বিহারের ভোট গণনার প্রবণতা বলছে এখনও ১২৮ টি আসনে এগিয়ে এনডিএ। এর মধ্যে বিজেপি এগিয়ে ৭৩ টি আসনে। বিহারের মতো অন্যান্য রাজ্যের উপ নির্বাচনের ভোট গণনায় গেরুয়া শিবিরের জয়জয়াকারের আভাস মিলছে।

মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ বিদ্রোহী কংগ্রেস বিধায়করা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ফলে মোট ২৮ টি সিট ফাঁকা হয়েছিল। সেই ২৮ টি আসনেই উপনির্বাচন হয়েছে। ভোট গণনার প্রবণতা বলছে বিজেপি এরমধ্যে ১৭ টি আসনে এগিয়ে আর কংগ্রেস এগিয়ে ৯ টি আসনে। পাশাপাশি মায়াবতীর বসপা এগিয়ে রয়েছে দুটি আসনে।

ইতিমধ্যে কংগ্রেস নেতার দ্বিগবিজয় সিং ইভিএম হ্যাকের অভিযোগ তুলেছেন। বিজেপি সাংসদ নরোত্তম মিশ্র পাল্টা জবাব দিয়ে বলেছেন, দ্বিগবিজয় সিং ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছে মানেই বিজেপি জিতছে।

গুজরাটে ৮টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। নরেন্দ্র মোদীর নিজের রাজ্যেই আটটি আসনে এগিয়ে রয়েছে তার দল বিজেপি। গান্ধীনগরে ইতিমধ্যে বিজেপি নেতা কর্মীদের বিজয়মিছিল করতে দেখা গিয়েছে।

উত্তরপ্রদেশে উপ-নির্বাচন ছিল সাতটি বিধানসভা কেন্দ্রে। যোগী আদিত্যনাথের রাজ্যে সাতটি কেন্দ্রের মধ্যে পাঁচটিতে এগিয়ে বিজেপি। একটি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি এবং অপর আসনে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী।

খবর পাওয়া গিয়েছে, একমাত্র ওড়িশার দুটি বিধানসভা আসনে বিশেষ সুবিধা করে উঠতে পারিনি বিজেপি। দুটি আসনেই এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল বিজু জনতা দল। ঝাড়খন্ডের দুমকায় এগিয়েছে বিজেপি আর বেরমোয় এগিয়ে কংগ্রেস। অন্যদিকে, আবার হরিয়ানার উপনির্বাচনে বিজেপি প্রার্থী কুস্তিগীর যোগেশ্বর দত্ত পিছিয়ে পড়েছেন কংগ্রেস প্রার্থী ইন্দুরাজের থেকে।

মণিপুর উপনির্বাচনেও ভালো ফল করার রাস্তায় বিজেপি। সিনঘাট আসনে জয়ী বিজেপি প্রার্থী জিনসুয়ানহাউ। ওয়ানগই আসনে অনেকটাই এগিয়ে বিজেপি প্রার্থী ওইনাম লুখোই সিং। ওয়ানগই, সিনঘাট ছাড়াও ওয়ানজিং টেন্থা, সাইতু এবং লিলং আসনের উপনির্বাচনের ফল প্রকাশ আজ। এই আসনগুলির মধ্যে চারটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। একটি আসনে প্রাথমিক ভাবে এগিয়েও পড়ে পিছিয়ে পড়ে কংগ্রেস।

একটি আসনে তো আবারনির্বাচনের আগেই জয়ী হয় বিজেপি।মণিপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই একটি আসনে জয়লাভ করে বিজেপি। ২৪ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিনঘাট কেন্দ্রের নির্দল প্রার্থী নিজের মনোয়নপত্র প্রত্যাহার করে নেয়। এরপর ৭ নভেম্বর বাকি ৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।